Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • মুখ্যমন্ত্রীর জন্য রথযাত্রা স্পেশাল! দিঘায় ভিড় সামলাতে পাঠানো হল কলকাতা পুলিশের বিশেষ বাহিনী
জেলা

মুখ্যমন্ত্রীর জন্য রথযাত্রা স্পেশাল! দিঘায় ভিড় সামলাতে পাঠানো হল কলকাতা পুলিশের বিশেষ বাহিনী

jagannath temple digha 1
Email :16

আর মাত্র তিন দিন বাকি, তারপরই রথযাত্রা (Rath Yatra)। তবে এবারের রথযাত্রা যেন আলাদা মাত্রা পেতে চলেছে দিঘায়। জগন্নাথ মন্দির চত্বরে মহা আড়ম্বরে উদযাপন হবে এবারের উৎসব (Rath Yatra), আর সেই উৎসবে হাজির থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে। মুখ্যমন্ত্রীর উপস্থিতি এবং ভক্তদের বিপুল ভিড় সামাল দিতে কলকাতা পুলিশ নিয়েছে বড় সিদ্ধান্ত।

লালবাজার সূত্রে জানা গিয়েছে, দিঘার রথযাত্রা (Rath Yatra) উৎসবকে নির্বিঘ্ন করতে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের দশজন সার্জেন্টকে পাঠানো হচ্ছে দিঘায়। তাঁরা আগামীকাল, ২৫ জুন সকালে, নিজেদের ব্যবহৃত মোটরবাইকে চেপে রওনা হবেন দিঘার উদ্দেশে। সেখানে ২৭ জুন পর্যন্ত তাঁদের ডিউটি থাকবে।

পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের সঙ্গে সমন্বয়ে কাজ করবেন কলকাতা পুলিশের এই বিশেষ টিম। মূল লক্ষ্য, রথযাত্রার (Rath Yatra) দিন যানজট এড়ানো ও জনসমাগম নিয়ন্ত্রণ করে নির্বিঘ্নভাবে অনুষ্ঠান সম্পন্ন করা। প্রশাসনের ধারণা, মুখ্যমন্ত্রীর উপস্থিতির পাশাপাশি রাজ্যের নানা প্রান্ত থেকে প্রচুর ভক্ত উপস্থিত হবেন দিঘার জগন্নাথ মন্দিরে।

ডিউটি শেষ হওয়ার পর ২৮ জুন কলকাতায় ফিরবেন এই দশজন সার্জেন্ট। তাঁরা দিঘায় পৌঁছে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারের কাছে রিপোর্ট করবেন এবং সমস্ত রুট প্ল্যানিং ও ট্রাফিক ব্যবস্থাপনা তদারকি করবেন।

এই উদ্যোগে দিঘার রথযাত্রা আরও সুশৃঙ্খল ও নিরাপদ হবে বলেই আশাবাদী প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts