জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা রবিবার জানিয়েছেন, তাঁর এবং সহকর্মীদের পর্যটন শিল্পকে ঘুরে দাঁড় করানোর যে প্রচেষ্টা ছিল, তা ধীরে ধীরে সফলতার পথে এগোচ্ছে। এক সময়ের জনশূন্য পহেলগাঁও (Pahalgam) এখন আবারও পর্যটকদের পদচারণায় সরগরম হয়ে উঠছে।
এক্স-এ (পূর্বতন টুইটার) দেওয়া একটি পোস্টে ওমর আবদুল্লা লেখেন, “শেষবার যখন পহেলগাঁওয়ে (Pahalgam) গিয়েছিলাম, তখন সেখানে সাইকেল চালিয়ে গিয়েছিলাম একেবারে ফাঁকা বাজারের মধ্যে দিয়ে। আজ আবার পহেলগাঁওয়ে (Pahalgam) ফিরে দেখি, সেখানে গমগমে পরিবেশ, ভিড় ঠাসা পর্যটক আর স্থানীয়দের আনন্দে মুখরিত অবস্থা।”
তিনি আরও জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকরা বর্ষায় শীতল আবহাওয়া উপভোগ করতে এসেছেন। স্থানীয় পিকনিককারীদের (Pahalgam) সঙ্গেও যেন পাল্লা দিয়ে তাঁরা উপভোগ করছেন পহেলগাঁওয়ে (Pahalgam) প্রাকৃতিক সৌন্দর্য।

তবে এই পরিস্থিতি খুব সহজে আসেনি। ২২ এপ্রিল বৈসারান মিয়াড়ে যে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলা হয়, তাতে ২৫ জন পর্যটক ও একজন স্থানীয় ঘোড়াচালক নিহত হন। এই হামলার পর পাহেলগামের পর্যটন কার্যত থমকে যায়। হোটেল, বাজার, ট্রেকিং রুট—সব কিছুই হয়ে পড়ে নির্জন।
সেই ভয়াবহতার ছায়া কাটিয়ে পহেলগাঁওয়ে আবার পর্যটকের ভিড় ফিরতে দেখে মুখ্যমন্ত্রী বলেন, “আমার এবং আমার সহকর্মীদের করা প্রচেষ্টাগুলি ধীরে ধীরে ফল দিতে শুরু করেছে, এটা সত্যিই খুব সন্তোষজনক।”
রাজ্য সরকার পর্যটন পুনরুদ্ধারের জন্য নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন, পর্যটন প্রচারাভিযান, হোটেল ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় গড়ে তোলার মতো একাধিক পদক্ষেপ নিয়েছে। এখন তারই বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে পাহেলগামের জমজমাট চেহারায়।