সোমবার বিধানসভায় এক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়, যখন হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়েন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী (TMC MLA)। বিধানসভা ভবনের লবি দিয়ে একা হেঁটে নিজের ঘরের দিকে যাচ্ছিলেন তিনি (TMC MLA)। চারপাশ প্রায় ফাঁকা, সেই সময় আচমকাই মাথা ঘুরে মুখ থুবড়ে পড়ে যান তিনি। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই অচৈতন্য হয়ে যান এই বর্ষীয়ান তৃণমূল বিধায়ক (TMC MLA)।
বিধায়কের পড়ে যাওয়ার শব্দ শুনে ছুটে আসেন আশপাশে থাকা অন্যান্য বিধায়করা (TMC MLA)। ঘটনাস্থলে উপস্থিত হন বিধায়ক নওশাদ সিদ্দিকি। তিনি মনোরঞ্জনবাবুর মুখে, চোখে জল দেন। সেই সময় নিজের ঘর থেকে ছুটে আসেন কুলটির বিজেপি বিধায়ক তথা চিকিৎসক অজয় পোদ্দার। তিনিও সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসার চেষ্টা শুরু করেন। পাশে দাঁড়িয়ে সাহায্য করতে দেখা যায় তৃণমূল বিধায়ক রহিমা মণ্ডলকেও।
এরপর বিধানসভায় থাকা মেডিক্যাল টিমকে তড়িঘড়ি খবর দেওয়া হয়। চিকিৎসকেরা পরীক্ষা করে জানান, বিধায়কের (TMC MLA)রক্তচাপ অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে তাঁর রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রাও পরীক্ষা করা হয়। মুখে জল, হাত-পা ঘষেও জ্ঞান ফেরানো সম্ভব হয়নি।
পরিস্থিতির গুরুত্ব বুঝে তাঁকে অবিলম্বে এসএসকেএম অথবা পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, উচ্চ রক্তচাপজনিত কারণেই এই অচৈতন্যতা।
ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন জানিয়েছেন, পড়ে যাওয়ার আগে বিধায়ক যেন কিছু আঁকড়ে ধরার চেষ্টা করছিলেন। তবে তার আগেই হয়তো মাথা ঘুরে পড়ে যান তিনি।
উল্লেখ্য, ৭০-ঊর্ধ্ব এই বিধায়ক আগে থেকেই বিভিন্ন বিতর্কে বারবার উঠে এসেছেন। কখনও ফেসবুকে নিজের দলের বিরুদ্ধে বিদ্রোহী পোস্ট, কখনও প্রকাশ্যে দলের এক নেত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ—মনোরঞ্জন ব্যাপারী বরাবরই ছিলেন আলোচনার কেন্দ্রে। আজকের শারীরিক বিপর্যয় ফের একবার তাঁকে নিয়ে উদ্বেগ বাড়াল রাজনৈতিক মহলে।