Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • বিধানসভায় মারামারি! মাইক ভাঙচুর, মহিলা বিধায়কের গায়েও হাত! সাসপেন্ড ৪ বিজেপি বিধায়ক!
রাজ্য

বিধানসভায় মারামারি! মাইক ভাঙচুর, মহিলা বিধায়কের গায়েও হাত! সাসপেন্ড ৪ বিজেপি বিধায়ক!

assembly
Email :18

সোমবার ফের একবার উত্তাল হয়ে উঠল পশ্চিমবঙ্গ বিধানসভা (Bengal Assembly)। এক ঝটকায় চার বিজেপি বিধায়ক—অগ্নিমিত্রা পাল, শংকর ঘোষ, দীপক বর্মন ও মনোজ ওঁরাকে চলতি অধিবেশনের জন্য সাসপেন্ড করে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

বিধানসভা (Bengal Assembly) সূত্রে খবর, অধিবেশনে বিজেপি বিধায়কদের বক্তৃতা এক্সপাঞ্জ (অর্থাৎ তুলে দেওয়া) করার বিষয়ে প্রশ্ন তোলেন বিধায়ক অশোক লাহিড়ী। তখনই রাজ্যের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, অধ্যক্ষের সিদ্ধান্তেই সেই বক্তব্য বাদ দেওয়া হয়েছে। এই উত্তরে তীব্র প্রতিবাদে ফেটে পড়েন বিজেপি বিধায়করা (Bengal Assembly)। তারা শ্লোগান তোলেন, কাগজ ছিঁড়ে প্রতিবাদ জানান। পাল্টা স্লোগানে যোগ দেন তৃণমূল বিধায়করাও (Bengal Assembly)।

পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে অধিবেশন (Bengal Assembly) কক্ষের নিয়ন্ত্রণ ফেরাতে অধ্যক্ষ ওঠে দাঁড়িয়ে সকলকে শান্ত থাকার আহ্বান জানান। কিন্তু তার পরেও দুই দলের মধ্যে স্লোগান, বিক্ষোভ ও চিৎকার চলতেই থাকে। তখনই অধ্যক্ষ সিদ্ধান্ত নেন, ওই চার বিজেপি বিধায়ককে অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করা হবে।

তবে সাসপেন্ড হওয়ার পরও বিজেপি বিধায়করা ওয়াকআউট না করে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয় মার্শাল টিম। তারা জোর করে টেনেহিঁচড়ে বিজেপি বিধায়কদের সভাকক্ষের বাইরে বের করে দেয়। বিধানসভার বাইরে, গাড়ি বারান্দায় গিয়ে বিক্ষোভ চালান পদ্ম শিবিরের বিধায়করা। সেখানে হাতে প্ল্যাকার্ড নিয়ে ‘চুপ! বিধানসভা চলছে’ বার্তা দিয়ে প্রতিবাদ করতে দেখা যায় তাঁদের।

এই ঘটনায় বিজেপির সাসপেন্ড হওয়া বিধায়ক শংকর ঘোষ জানিয়েছেন, “ফ্লোরে ফেলে আমাদের মারা হয়েছে। মহিলা বিধায়কদের গায়েও হাত তোলা হয়েছে। জোর করে টেনে বের করে দেওয়া হয়েছে আমাদের। আগের দিনও একই কাণ্ড ঘটেছিল।”

অন্যদিকে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, শুধু স্লোগান নয়, বিধানসভায় টেবিল ও মাইক ভাঙচুর করেছেন বিজেপি বিধায়করা। বিষয়টি ঘিরে রাজনীতির পারদ চড়ছে চরমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts