ভারত-পাক সীমান্তে (India Pakistan Tension) উত্তেজনার আবহে এক নতুন ও ভয়াবহ দিক প্রকাশ্যে এসেছে। সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছে, পাকিস্তান ড্রোনের মাধ্যমে তুরস্কের তৈরি বিপজ্জনক PX5 পিস্তল পাঞ্জাবে ফেলে দিচ্ছে। উদ্দেশ্য একটাই—পাঞ্জাবের(India Pakistan Tension) শান্তিশৃঙ্খলা নষ্ট করা, স্থানীয় গ্যাংস্টার ও জঙ্গি গোষ্ঠীগুলিকে আধুনিক বিদেশি অস্ত্র সরবরাহ করে অরাজকতা সৃষ্টি করা।
প্রতিবেদনটি “The Tribune” নামক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং তাতে জানানো হয়েছে, এই মাসেই একাধিক বার এই ধরনের বিদেশি অস্ত্র উদ্ধার করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী (India Pakistan Tension)। এ পর্যন্ত মোট তিনটি পৃথক অভিযানে PX5 সহ অন্যান্য বিদেশি অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে।
সবচেয়ে বড় ধাক্কাটি আসে ২১ জুন, শনিবার, অমৃতসরে। অমৃতসর কমিশনারেট পুলিশ অনকার সিংহ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে (India Pakistan Tension)। তার কাছ থেকে উদ্ধার হয় ছ’টি উচ্চক্ষমতাসম্পন্ন পিস্তল— যার মধ্যে রয়েছে দুটি তুরস্কের PX5 (.30 বোর) এবং চারটি অস্ট্রিয়ার তৈরি Glock 9mm।
একই দিন, লোপোকে গ্রামে আরেকটি বড়সড় অভিযানে আমৃতসর রুরাল পুলিশ লাভপ্রীত সিং ও বালবিন্দর সিংকে গ্রেফতার করে । তাদের কাছ থেকে পাওয়া যায় একটি PX5 পিস্তল, ৬.১৫ কেজি হেরোইন এবং ১০,০০০ টাকা, যা সন্দেহভাজন মাদক-অর্থ।
এছাড়াও, জুনের ৫ তারিখ, অমৃতসর-আটারি সড়ক দিয়ে অস্ত্র পাচার করতে গিয়ে ধরা পড়ে সুখচৈন সিং ও জুগরাজ সিং। তাদের কাছ থেকে উদ্ধার হয় মোট আটটি বিদেশি অস্ত্র, যার মধ্যে চারটি ছিল PX5।
তদন্তে জানা যায়, এই অস্ত্রগুলি পাকিস্তান-ঘনিষ্ঠ হ্যান্ডলার নূরের পাঠানো ড্রোন মারফত ভারতে পাঠানো হয়েছিল। এরপরের দিন, ৬ জুন, তরন তারন জেলার লাখনা গ্রাম থেকে সুরজপাল সিং এবং অর্জদীপ সিংকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের কাছ থেকে আবারও পাওয়া যায় দুইটি PX5 পিস্তল এবং চারটি Glock 9mm। এই চালানও পাকিস্তানি যোগাযোগের সঙ্গে যুক্ত বলে নিশ্চিত করেছে পুলিশ।
ভারতীয় নিরাপত্তা বাহিনীর মতে, পাকিস্তানের এই কৌশল শুধু সীমান্তে উত্তেজনা বাড়ানোর চেষ্টা নয়, বরং দেশের অভ্যন্তরেও ভয়ংকর সন্ত্রাস ও অপরাধের বাতাবরণ তৈরি করার পরিকল্পনা।