জলপাইগুড়ির (Jalpaiguri) গভীর জঙ্গলে অর্ধপচা অবস্থায় উদ্ধার হল এক স্ত্রী হাতির মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা মরাঘাট রেঞ্জ এলাকায়। শনিবার দুপুর নাগাদ গোসাইহাট বিটের জঙ্গলের (Jalpaiguri) ৭ নম্বর কম্পার্টমেন্টে নিয়মিত টহল দেওয়ার সময় বনকর্মীদের চোখে পড়ে মৃত হাতির নিথর দেহ। হাতিটি একটি মাঝবয়সী স্ত্রী হাতি বলে জানা গিয়েছে।
খবর পেয়েই রাতেই ঘটনাস্থলে পৌঁছে যান জলপাইগুড়ি (Jalpaiguri) বন বিভাগের ডিএফও বিকাশ ভি। পরিদর্শন করে বন আধিকারিকরা জানান, হাতির দেহে কোনও স্পষ্ট আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে অনুমান, প্রাকৃতিক কারণেই মৃত্যু হয়েছে। যদিও মৃত্যুর সঠিক কারণ জানতে পাঠানো হয়েছে ময়নাতদন্তে।
রেঞ্জ অফিসার চন্দন ভট্টাচার্য জানান, “মৃত হাতিটির দেহে বাহ্যিকভাবে কোনও ক্ষত চিহ্ন নেই। মনে হচ্ছে স্বাভাবিক কারণেই মৃত্যু হয়েছে। এই জঙ্গলে সাধারণত ১৫-২০টি হাতির একটি দল থাকে। মৃত হাতিটি সম্ভবত সেই দলেরই সদস্য।”
ঘটনার পর বন দফতর বাড়তি সতর্কতা নিয়েছে। পাশাপাশি, সংরক্ষিত বনাঞ্চলে গবাদি পশু কিংবা মানুষের অনুপ্রবেশ বন্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন পরিবেশবিদরা। জঙ্গলে বাস করা বন্যপ্রাণীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে পরিবেশপ্রেমী মহলে।