হুগলির তারকেশ্বর থেকে গ্রেফতার করা হল তৃণমূল নেতা স্বরূপ ঘোষকে (TMC Leader)। একাধিক পুরনো মামলায় হাজিরা এড়িয়ে যাওয়ার জেরে আদালতের নির্দেশে শনিবার সন্ধেয় তাঁকে (TMC Leader) গ্রেফতার করে তারকেশ্বর থানার পুলিশ। এরপর রবিবার তাঁকে তোলা হয় চন্দননগর মহকুমা আদালতে।
গ্রেফতার হওয়া স্বরূপ ঘোষ (TMC Leader) তারকেশ্বরের সন্তোষপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান। তৃণমূল কংগ্রেসের (TMC Leader) সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত তিনি। অভিযোগ, ২০১০ সালে এলাকায় বোমাবাজির ঘটনায় এবং ২০১৪ সালে বিরোধীদের বাড়ি ভাঙচুরের অভিযোগে তাঁর বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের হয় তারকেশ্বর থানায়। সেই মামলাগুলির তদন্ত চলতে থাকলেও আদালতের ধার্য তারিখে বহুবার অনুপস্থিত থাকেন স্বরূপ ঘোষ।
দীর্ঘদিন এই মামলার শুনানিতে হাজিরা না দেওয়ার কারণে শেষপর্যন্ত আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি(TMC Leader) পরোয়ানা জারি করে। সেই নির্দেশ মেনেই শনিবার তাঁকে গ্রেফতার করা হয়।
এই গ্রেফতার প্রসঙ্গে তৃণমূলের তারকেশ্বর ব্লক সভাপতি প্রদীপ সিংহরায় বলেন, “এটা বহু পুরনো মামলা, অন্তত আট-ন’বছরের আগের। তখন সিপিএমের বিরুদ্ধে মানুষ প্রতিবাদে সরব হয়েছিল। সেই সময় স্বরূপ ঘোষ দলের পঞ্চায়েত প্রধান ছিলেন। হাজিরা না দেওয়ার জন্যই মূলত গ্রেফতারি হয়েছে। আমরা চাই দ্রুত জামিন পান।”
২০১৪ সালের মামলার প্রসঙ্গে প্রদীপবাবু আরও জানান, “সে মামলায় এখনও পর্যন্ত কোনও গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হয়নি। তবে ঘটনা পরিকল্পিত কি না, তা এখনই বলা কঠিন।”
গ্রেফতারের জেরে ফের রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে তারকেশ্বর এলাকায়। যদিও পুলিশ ও প্রশাসনের তরফে এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে কোনও অতিরিক্ত মন্তব্য করা হয়নি।