Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • নকল সোনার গয়না বিক্রি, বেহালায় রক্তাক্ত গণপিটুনি! একজনের মৃত্যু, আরেকজন হাসপাতালে!
বিদেশ

নকল সোনার গয়না বিক্রি, বেহালায় রক্তাক্ত গণপিটুনি! একজনের মৃত্যু, আরেকজন হাসপাতালে!

dead
Email :20

নকল সোনার গয়না বিক্রির অভিযোগ ঘিরে দক্ষিণ কলকাতার বেহালায় এক ভয়াবহ ঘটনার সাক্ষী রইল শহর (Mob lynching)। শনিবার গভীর রাতে বেহালার ধর্মরাজতলায় রাস্তা থেকে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। গুরুতর আহত অবস্থায় উদ্ধার হয় আরেক ব্যক্তি (Mob lynching)। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, স্থানীয়দের বেধড়ক মারধরের (Mob lynching) জেরেই এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং অন্যজন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

শনিবার রাত প্রায় ২টো ৩০ মিনিট। টহলদারির সময় বেহালার ধর্মরাজতলায় এক ব্যক্তিকে রাস্তায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ (Mob lynching)। তাঁর শরীরে একাধিক জায়গায় মারধরের চিহ্ন। পুলিশি জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁর নাম দীপক সিং, বয়স ৩৩ বছর। অভিযোগ, একদল ব্যক্তি তাঁকে নির্মমভাবে মারধর করেছে। দীপক আরও জানান, তাঁর এক সঙ্গী মহেন্দ্র সিংকেও মারধর করে রাস্তার আরেকপ্রান্তে ফেলে রাখা হয়েছে।

সঙ্গে সঙ্গে তল্লাশি চালিয়ে পুলিশ ৯ এনজি সাহা রোড থেকে মহেন্দ্র সিং (৫৫)-এর দেহ উদ্ধার করে (Mob lynching)। যদিও ঘটনাস্থলে রক্তের দাগ না থাকায় পুলিশের প্রাথমিক অনুমান, সেখানে তাঁকে হত্যা করা হয়নি, বরং মারধরের পর সেখানে এনে ফেলে রাখা হয়েছে।

দু’জনকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে মহেন্দ্রকে মৃত বলে ঘোষণা করা হয়। দীপক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ সূত্রে খবর, দীপক ও মহেন্দ্রের বিরুদ্ধে নকল সোনার গয়না বিক্রির অভিযোগ (Mob lynching) ছিল। এই ঘটনা জানার পর বিশ্বজিৎ বিশ্বাস নামে এক ব্যক্তি তাঁদের একটি নির্মাণস্থলে ডেকে পাঠায়। সেখানে উপস্থিত হয়ে দীপক ও মহেন্দ্রকে বেধড়ক মারধর করা হয়। এরপরই ঘটে এই মর্মান্তিক পরিণতি। এই ঘটনায় ইতিমধ্যে সঞ্জীব কুমার, বিশ্বজিৎ বিশ্বাস, চন্দন ঘোষ-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পর্ণশ্রী থানার পুলিশ। পুলিশ খুন ও মারধরের ধারায় মামলা রুজু করেছে এবং ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts