Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • ‘আমার বাড়ি আমি ফিরে এসেছি’—ছেলের কোলে ফিরেই যা বললেন ভারতীয় মহাকাশচারী
সাফল্য

‘আমার বাড়ি আমি ফিরে এসেছি’—ছেলের কোলে ফিরেই যা বললেন ভারতীয় মহাকাশচারী

shubhanshu shukla with wife
Email :2

দীর্ঘ ১৮ দিনের মহাকাশ অভিযানের শেষে অবশেষে পৃথিবীর মাটিতে পা রাখলেন ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla)। আর ফিরেই দু’হাত বাড়িয়ে জড়িয়ে ধরলেন নিজের স্ত্রী ও ৬ বছরের ছেলে কিয়াশকে। দুই মাস পর প্রিয়জনের মুখ দেখেই ভেঙে পড়েন আবেগে (Shubhanshu Shukla)। ছেলেকে বুকে জড়িয়ে ধরে চোখে জল, স্ত্রীর সঙ্গে কথোপকথনে অঝোর ভালবাসা—সব মিলিয়ে যেন এক স্বপ্নপূরণের মুহূর্ত!

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তাঁর থাকার কথা ছিল ১৪ দিন। কিন্তু বিভিন্ন প্রযুক্তিগত কারণে সেই অভিযান দীর্ঘায়িত হয়ে দাঁড়ায় ১৮ দিনে। মঙ্গলবার, ১৫ জুলাই সফলভাবে পৃথিবীতে ফিরে আসেন শুভাংশু শুক্লা এবং তাঁর সঙ্গে থাকা আরও তিন আন্তর্জাতিক মহাকাশচারী (Shubhanshu Shukla)।

বর্তমানে তাঁরা রয়েছেন রিহ্যাবিলিটেশন প্রক্রিয়ায়, যেখানে ধাপে ধাপে তাঁকে পুনরায় পৃথিবীর পরিবেশে মানিয়ে নেওয়ার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে (Shubhanshu Shukla)। এই প্রক্রিয়ার মাঝেই শুভাংশুর সঙ্গে দেখা করতে হিউস্টনের বেস ক্যাম্পে আসেন স্ত্রী কামনা শুক্লা এবং তাঁদের ছোট ছেলে কিয়াশ শুক্লা (Shubhanshu Shukla)।

পরিবারের সঙ্গে সাক্ষাতের সেই আবেগঘন মুহূর্তের ছবি নিজেই ইন্সটাগ্রামে পোস্ট করেছেন শুভাংশু। তিনি লেখেন, “এটা সত্যিই অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। কিন্তু পৃথিবীতে ফিরে এসে নিজের পরিবারকে জড়িয়ে ধরার সেই অনুভূতি—এটাই ‘ঘরে ফেরার’ আসল মানে। মানব মহাকাশ অভিযান যেন এক জাদুকরী অভিজ্ঞতা। তবে এই ম্যাজিক মানুষেরই তৈরি।”

স্ত্রী কামনা শুক্লা জানান, এখন তাঁদের পুরো মনোযোগ শুভাংশুর শারীরিক ও মানসিক পুনর্বাসনের উপর থাকবে, যাতে তিনি পৃথিবীর পরিবেশে দ্রুত খাপ খাইয়ে নিতে পারেন। ইতিমধ্যেই স্বামীর প্রিয় সব রান্না প্রস্তুত করতে শুরু করেছেন তিনি, কারণ এতদিন ধরে শুভাংশুকে বাড়ির পছন্দের খাবার থেকে দূরে থাকতে হয়েছে।

এই অ্যাক্সিওম মিশন ছিল শুভাংশুর প্রথম আন্তর্জাতিক মহাকাশ অভিযান। তবে এখানেই থেমে থাকছে না শুভাংশুর যাত্রাপথ। সামনেই রয়েছে আরও এক ঐতিহাসিক মিশন—ইসরোর গর্ব ‘গগনযান’। আগামী দিনে গগনযাত্রীর ভূমিকায় দেখা যাবে শুভাংশু শুক্লাকে। মহাকাশে মানুষের পাঠানোর সেই প্রথম ভারতীয় উদ্যোগে অংশ নেবেন তিনি, যা দেশের মহাকাশ গবেষণায় এক নতুন দিগন্ত খুলে দিতে চলেছে।

এই ‘আকাশছোঁয়া’ সাফল্যের পর শুভাংশুর পরিবারের কাছে তাঁর প্রত্যাবর্তন যেন এক নতুন উৎসব। আবেগ, গর্ব, ভালোবাসা আর দেশপ্রেমে মোড়া এই মুহূর্ত হয়ে থাকল ভারতের মহাকাশ ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় হিসেবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts