যুবভারতী-কাণ্ডে বিজেপির দিকে চক্রান্তের ইঙ্গিত দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর দাবি, কলকাতার ভাবমূর্তি নষ্ট করতে পরিকল্পিত ভাবে কোনও ষড়যন্ত্র করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা উচিত। শনিবার যুবভারতীর অশান্তির পর স্টেডিয়ামের ভিতরে গেরুয়া পতাকা দেখা যাওয়ার বিষয়টি নিয়ে আগেই বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছিলেন তিনি। এ বার আরও এক ধাপ এগিয়ে বড় প্রশ্ন তুললেন তৃণমূল নেতা।
কুণাল ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘটনার তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি কমিটি গঠন করেছেন। সেই কারণে তৃণমূল এই মুহূর্তে ঘটনার বিস্তারিত ব্যাখ্যায় যেতে চাইছে না। তবে একই সঙ্গে তিনি বলেন, এই বেসরকারি আয়োজককে অনুষ্ঠান আয়োজনের জন্য কি বিজেপি শাসিত কোনও রাজ্য বা কেন্দ্রীয় স্তরের কারও সঙ্গে যোগাযোগ করতে হয়েছিল, তা খতিয়ে দেখা দরকার।
এর পরেই কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, কলকাতাকে কালিমালিপ্ত করার জন্য অন্য কোথাও থেকে সুতো টেনে কোনও চক্রান্ত করা হয়নি তো? তাঁর দাবি, দিল্লির চক্রান্তকারীদের সঙ্গে এই আয়োজকের কোনও যোগ রয়েছে কি না, তা তদন্তের আওতায় আনা হোক।
এখানেই থামেননি তিনি। যুবভারতীর ক্ষতিগ্রস্ত অংশ মেরামতির খরচ কেন সরকারি কোষাগার থেকে দেওয়া হবে, সেই প্রশ্নও তুলেছেন কুণাল ঘোষ। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, মাঠের মধ্যে যাঁরা মেসির সঙ্গে ছবি তুলছিলেন বা নিজেরা ছবি তুলছিলেন, তাঁদের সকলকে ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করা হোক। তাঁরা কারা এবং কোন অধিকারে মাঠে ঢুকেছিলেন, তা প্রকাশ্যে আনা দরকার। কোনও প্রভাবশালী ব্যক্তিকেও যেন ছাড়া না হয়। পাশাপাশি যাঁরা ভাঙচুরে যুক্ত ছিলেন, তাঁদের কাছ থেকে জরিমানা আদায়ের দাবিও তুলেছেন তিনি।










