Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ভোর ৬টায়ও সূর্যের দেখা নেই, আরও বাড়বে ঠান্ডা! সতর্ক করল হাওয়া অফিস
রাজ্য

ভোর ৬টায়ও সূর্যের দেখা নেই, আরও বাড়বে ঠান্ডা! সতর্ক করল হাওয়া অফিস

winter kolkata
Email :8

শীত এখনও বিদায় নেয়নি (Weather Update)। বরং যারা সকালে দেরিতে ঘুম থেকে উঠতে ভালোবাসেন, তাঁদের জন্য শীত যেন নিজের মেয়াদ আরও কিছুটা বাড়িয়ে নিয়েছে। সোমবার সকাল থেকেই রাজ্যজুড়ে উত্তুরে হাওয়ার দাপট দেখা যায়। ভোর ছ’টা পেরিয়ে গেলেও সূর্যের দেখা মেলেনি। কুয়াশার চাদরে ঢেকে ছিল চারদিক। বেলা বাড়লেও সেই কুয়াশা সহজে কাটেনি (Weather Update)।

এই আবহের মধ্যেই কলকাতায় একধাক্কায় আড়াই ডিগ্রি কমেছে তাপমাত্রা (Weather Update)। সোমবার আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়ায় ১২.৫ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া দফতর জানাচ্ছে, ঝঞ্ঝা কেটে যাওয়ায় আগামী কয়েক দিনে ঠান্ডা আরও বাড়বে। শহর ও জেলার বিভিন্ন জায়গায় শীতের কাঁপুনি আরও জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন থেকে চার দিনের মধ্যে রাজ্যের তাপমাত্রা (Weather Update) আরও কমতে পারে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারদ নামতে পারে ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। ফলে সেখানে শীতের প্রভাব আরও তীব্র হবে।

উল্লেখ্য, বছর শেষের সময় কলকাতায় একদিন সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ১১ ডিগ্রি সেলসিয়াসে। তবে নতুন বছরের শুরু থেকেই ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকে। চার দিনের মধ্যে প্রায় তিন ডিগ্রি বেড়ে রবিবার তা পৌঁছয় ১৪ ডিগ্রির ঘরে। কিন্তু আবহাওয়া দফতর জানাচ্ছে, সেই উষ্ণতা বেশি দিন স্থায়ী হবে না। খুব বড় পরিবর্তন না হলেও, তাপমাত্রা ফের তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত কমতে পারে।

সোমবার রাজ্যের বিভিন্ন জায়গায় সর্বনিম্ন তাপমাত্রার চিত্রেও শীতের দাপট স্পষ্ট। দার্জিলিংয়ে তাপমাত্রা নেমেছে ৩.৪ ডিগ্রি সেলসিয়াসে, বহরমপুর ও কল্যাণীতে ৯ ডিগ্রি, শ্রীনিকেতন ও বাঁকুড়ায় ৯.১ ডিগ্রি, ব্যারাকপুরে ৯.৮ ডিগ্রি, বর্ধমানে ও আসানসোলে ১০ ডিগ্রি, দমদম ও মালদহে ১১.২ ডিগ্রি এবং কলকাতার আলিপুরে ১২.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts