Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • খসড়া ভোটার তালিকায় নাম নেই? চিন্তা নয়, জানুন কী করবেন
Important

খসড়া ভোটার তালিকায় নাম নেই? চিন্তা নয়, জানুন কী করবেন

sir voter list
Email :2

পশ্চিমবঙ্গে শেষ হয়ে গিয়েছে বিশেষ নিবিড় সংশোধনের কাজ (West Bengal Voter List)। আগামী ১৬ ডিসেম্বর প্রকাশিত হতে চলেছে খসড়া ভোটার তালিকা। সেই তালিকায় নিজের নাম রয়েছে কি না, সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন (West Bengal Voter List)। কারণ খসড়া তালিকায় নাম না থাকলে চূড়ান্ত ভোটার তালিকায় সমস্যা হতে পারে। তাই প্রত্যেক ভোটারকে নিজে থেকেই যাচাই করে দেখতে হবে তাঁর নাম খসড়া তালিকায় রয়েছে কি না (West Bengal Voter List)।

ভোটাররা (West Bengal Voter List) খুব সহজেই অনলাইনে এই তালিকা দেখতে পারেন। কম্পিউটার বা মোবাইলের যে কোনও ওয়েব ব্রাউজার থেকে ভারতের নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিলে খসড়া ভোটার তালিকায় নিজের নাম দেখা যাবে (West Bengal Voter List)। একই ভাবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইট থেকেও এই তথ্য জানা সম্ভব। নাম অথবা ভোটার পরিচয়পত্রের নম্বর দিলেই মুহূর্তের মধ্যে তালিকা দেখা যাবে।

যাঁরা অনলাইনে দেখতে পারছেন না, তাঁদের জন্য অফলাইনের ব্যবস্থাও রয়েছে। প্রতিটি বুথের জন্য যে খসড়া ভোটার তালিকা তৈরি হয়েছে, তা বুথ লেভেল অফিসারদের কাছে থাকবে। ভোটাররা সরাসরি তাঁদের সঙ্গে যোগাযোগ করে তালিকা দেখে নিতে পারেন। প্রয়োজনে সংশ্লিষ্ট বুথের রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টদের কাছ থেকেও সাহায্য নেওয়া যেতে পারে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, যাঁদের নাম খসড়া তালিকায় থাকবে না, তাঁদের জন্য আলাদা একটি তালিকা প্রকাশ করা হবে। পরে তাঁদের ডেকে শুনানির ব্যবস্থা করা হবে। ফলে খসড়া তালিকায় নাম না থাকলেও আতঙ্কিত হওয়ার কারণ নেই। শুনানির সময় প্রয়োজনীয় বৈধ নথি জমা দিতে পারলেই চূড়ান্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হবে।

যোগ্য নাগরিক যেন কোনও ভাবেই ভোটাধিকার থেকে বঞ্চিত না হন এবং একই সঙ্গে অযোগ্য কেউ যাতে ভোটার তালিকায় ঢুকে না পড়েন, এই লক্ষ্যেই পুরো প্রক্রিয়া চালাচ্ছে ভারতের নির্বাচন কমিশন।

Related Tag:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts