Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • কেন কমছে শীত? কোন হাওয়ার বদলে বাড়বে তাপমাত্রা, জানল আলিপুর
রাজ্য

কেন কমছে শীত? কোন হাওয়ার বদলে বাড়বে তাপমাত্রা, জানল আলিপুর

winter kolkata
Email :27

গত কয়েকদিন ধরে আচমকাই নেমে গিয়েছিল তাপমাত্রা (Weather Update)। দক্ষিণবঙ্গের বহু মানুষই ভোর-সন্ধ্যার শিরশিরানিতে গরম জামা বের করে ফেলেছেন। অনেকেই ফ্যান বন্ধ করে দিয়েছেন। শনিবার সকালেও সেই টানটান শীতের ছোঁয়া মিলল, বাতাসে ছিল স্পষ্ট ঠান্ডা আমেজ। কিন্তু আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এই শীতের স্বাদ বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না (Weather Update)। রবিবার থেকেই বদলে যাবে হাওয়া, আর তার সঙ্গেই পাল্টে যাবে আবহাওয়াও।

শনিবার রাজ্যের তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি কম ছিল (Weather Update)। পশ্চিম দিক থেকে বাধাহীন ভাবে বইছিল শীতল হাওয়া। কোথাও কোনও সিস্টেম তৈরি হয়নি বলে বৃষ্টির সম্ভাবনাও ছিল না। কিন্তু আবহাওয়ার এই ঠান্ডা ভাবমাত্র ২৪ ঘণ্টার মধ্যেই উলটে যাবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আগামিকাল রবিবার থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করবে। বাতাসের গতিতেও আসবে বড় পরিবর্তন (Weather Update)।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। অর্থাৎ এখনকার শীতল পারদ চড়ে যাবে স্বাভাবিকের কাছাকাছি। পশ্চিমী শুষ্ক ও ঠান্ডা হাওয়ার প্রভাব কমবে এবং বঙ্গোপসাগর দিক থেকে ঢুকবে জলীয় বাষ্প-সমৃদ্ধ উষ্ণ পূবালী হাওয়া। ফলে বাতাসে আর্দ্রতার পরিমাণও বাড়বে।

রবিবার থেকেই উত্তর ও দক্ষিণ—দুই বাংলাতেই বাড়তে পারে কুয়াশা। খুব সকালে রাস্তাঘাট ঢেকে যেতে পারে ঘন সাদা পর্দায় (Weather Update)। হাওয়া অফিস জানিয়েছে, বহু জেলায় দৃশ্যমানতা নেমে আসতে পারে মাত্র ২০০ মিটার পর্যন্ত। পার্বত্য জেলা থেকে উপকূল—সব জায়গাতেই কুয়াশার দাপট তীব্র হতে পারে। কোথাও কোথাও আকাশও মেঘলা দেখা দিতে পারে।

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত, যা শ্রীলঙ্কার উপকূলে প্রভাব ফেলছে। দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকাতেও রয়েছে একটি আপার এয়ার সার্কুলেশন। এই দুই কারণে বাতাসের গতিপথ বদলে উষ্ণতার দাপট বাড়বে।

উত্তরবঙ্গে অবশ্য আপাতত কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ৬-৭ দিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এবং শীতের আমেজও থাকবে ঠিকঠাক। সেখানে তাপমাত্রা এখনই স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিন ডিগ্রি কম, এবং বড় কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনাও নেই।

কলকাতায় শনিবারের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় তিন ডিগ্রি কম। রাতের হাওয়া ছিল শিরশিরে। তবে রবিবার থেকে কলকাতার পারদ বাড়তে পারে ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। শুক্রবার দিনের তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৪১ থেকে ৯২ শতাংশের মধ্যে।

এতদিনের শীতের স্বাদ আপাতত বিরতি নিচ্ছে—এমনই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts