ডিসেম্বরের শহরে একেবারে দেখা নেই শীতের (Weather Update)। ডিসেম্বরের শুরুর দিকে কয়েক দিন ঠান্ডার আমেজ থাকলেও নিম্নচাপের প্রভাবে ঠান্ডা কার্যত গায়েব হয়ে গিয়েছে (Weather Update)। ২৫ ডিসেম্বরও শীতের (Weather Update) দেখা মিলল না। বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ১০ বছরের উষ্ণতম বড়দিন ছিল বুধবার (Weather Update)।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, নিম্নচাপ আর পশ্চিমী ঝঞ্ঝার দাপটেই এবছর উষ্ণ বড়দিন। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে উত্তর-পশ্চিম ভারতে। সোমবার এই পশ্চিমী ঝঞ্ঝা রাজ্যে প্রবেশ করতে পারে। শুক্রবার উত্তর-পশ্চিম ভারতে ঢুকতে পারে আরও একটি ঝঞ্ঝা। এই সাঁড়াশি আক্রমণে শীত কার্যত দিশেহারা হয়ে পড়েছে। এই ফলে আগামী দুই থেকে তিন দিন শহর সহ রাজ্যের তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না। সকালের দিকে হালকা কুয়াশা থাকবে। বেলা বাড়লে কোথাও মেঘলা আকাশ, কোথাও আবার পরিষ্কার আকাশ দেখা যাবে। ঘন কুয়াশা দেখা দিতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়।
প্রশ্ন উঠতে শুরু করেছে, ডিসেম্বর শেষ হতে চলল। তবে একি এবারে জাঁকিয়ে ঠান্ডা পরবে না? শীতপ্রেমীদের ভালো খবর দিয়েছে আবহাওয়া দফতর। বড়দিনের একদিন দুদিনের পর থেকে তাপমাত্রার পতন দেখা দেবে। বছরের একেবারে শেষের দিকে কিংবা নতুন বছরের একেবারে শুরুর দিকে তাপমাত্রা বেশ খানিকটা নিম্নগামী হবে। সেই সময় ফিরতে পারে ঠান্ডার আমেজ।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সপ্তাহান্তে হতে পারে ফের বৃষ্টি। শনিবার ও রবিবার পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে অতি সামান্য বৃষ্টিই হতে পারে। তবে বর্ষশেষের বেলায় বৃষ্টি কার ভালোলাগে? তবে রক্ষে একটাই! কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস এখনও নেই। রিপোর্ট বলছে, কলকাতা-সহ উপকূল ও সংলগ্ন সাত জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।