আকাশ এখনও ফেটে পড়েনি, তবে মুখ ভার শহরের। সকাল থেকে রোদের দেখা নেই। বৃষ্টি বিশেষ না হলেও মেঘে ঢাকা আকাশ যেন ইঙ্গিত দিচ্ছে— ঝড় আসছে (Weather Update)। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এবার নামতে চলেছে প্রকৃতির রুদ্র রূপ। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় শুরু হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি (Weather Update)।
আবহাওয়া দফতর v(Weather Update) জানিয়েছে, উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। রবিবারের মধ্যেই সেটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেই নিম্নচাপ ঘিরেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তন আসছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে রবিবারই অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এই সঙ্গে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি এবং বাঁকুড়ার মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে (Weather Update)। সোমবারও ভারী বৃষ্টির সতর্কতা থাকছে পুরুলিয়া ও ঝাড়গ্রামে। তবে রাজ্যের প্রায় সব জেলাতেই কোনও না কোনও সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
শুধু বৃষ্টি নয়, সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টার গতিবেগে ঝোড়ো হাওয়া। তাই মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির তেমন আশঙ্কা না থাকলেও, বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে রাজ্যের অধিকাংশ জায়গায়। এমন আবহাওয়া চলতে পারে শুক্রবার পর্যন্ত।
কলকাতা শহরের আবহাওয়াতেও মিলেছে এই পূর্বাভাসের প্রতিফলন। গত ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন ২৬.৮ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশের আশেপাশে। ফলে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি, যার জেরে বৃষ্টি না থাকলেও ঘামাচ্ছা গরমে অস্বস্তি চরমে।
এদিকে উত্তরবঙ্গের আবহাওয়াতেও থাকছে বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ির মতো জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনি ও রবিবার উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা খানিকটা কম থাকলেও সোমবার থেকে নিচের দিকের জেলা যেমন মালদা ও আশপাশের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। তবে বৃহস্পতিবার থেকে সেখানেও ভারী বৃষ্টির আশঙ্কা কমতে শুরু করবে।