এক সপ্তাহের স্বস্তির পর ফের রাজ্যে বাড়ছে তাপমাত্রা (Weather Update)। মাঝেমধ্যে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপটে দক্ষিণবঙ্গে খানিকটা আরাম মিললেও (Weather Update), সপ্তাহের শেষে আবহাওয়া আবার শুষ্ক হয়ে উঠতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)।
সোমবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও, বুধবার (৮ মে) থেকে ১০ মে পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গে আবহাওয়া থাকবে মূলত শুষ্ক। এর ফলে দিনের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে, যা জনজীবনে অস্বস্তি ফেরাবে বলেই মত আবহাওয়াবিদদের।
অন্যদিকে, উত্তরবঙ্গে সপ্তাহের প্রথমার্ধ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সমস্ত উত্তরবঙ্গ জুড়েই হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। ৭ মে, বুধবার উত্তরবঙ্গের পাঁচটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, ৬ মে সোমবার রাজ্যের অধিকাংশ জেলাতেই হালকা বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যেতে পারে। উত্তরবঙ্গে ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার, আর দক্ষিণবঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত দমকা হাওয়া বইতে পারে। তাই রাজ্যের সব জেলাতেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
সপ্তাহের শেষে গরমের দাপট ফের মাথাচাড়া দিতে পারে বলে আশঙ্কা। দক্ষিণবঙ্গে আবহাওয়া থাকবে শুষ্ক, বাতাসে আর্দ্রতার পরিমাণও কমে যাবে। ফলে রোদের তেজ এবং গরমের অস্বস্তি একসঙ্গে ভোগাবে রাজ্যবাসীকে।