বাংলায় বৃষ্টি হবে কি না, তা নিয়ে এখন সবাই জানতে চাইছে। আবহাওয়া দফতর (Weather Update) জানিয়েছে, নিম্নচাপ বর্তমানে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলে রয়েছে। এর প্রভাব পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে দেখা যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করবে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশায় (Weather Update)। সরাসরি এর প্রভাব বাংলায় নেই, তাই দক্ষিণবঙ্গে এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
আজ দক্ষিণবঙ্গের চার-পাঁচটি জেলায় বিক্ষিপ্তভাবে (Weather Update) বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। তবে শনিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির সম্ভাবনা প্রায় থাকবে না। রবিবার ও সোমবার কিছুটা বৃষ্টি বাড়তে পারে। রবিবার কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায়ই হালকা বৃষ্টি হতে পারে (Weather Update)।
শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৮৫ থেকে ৯৮ শতাংশ। বৃষ্টি হয়েছে ৮.৪ মিলিমিটার।
অন্যদিকে, উত্তরবঙ্গে কয়েকদিনের দুর্যোগপূর্ণ আবহাওয়া ধীরে ধীরে কাটছে। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকে উত্তরবঙ্গে আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্রবার ও শনিবার বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে।