গত কয়েকদিন ধরে আকাশে ছিল ভারি মেঘের ছায়া। তবে মঙ্গলবার থেকে খানিকটা স্বস্তি মিলেছে (Weather Update)। বুধবার পর্যন্ত, কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টির দেখা মেলেনি। কিন্তু সামনে রথযাত্রা—শুক্রবার হাজার হাজার মানুষের ঢল নামবে রাস্তায়, রথের দড়ি টানতে। প্রশ্ন উঠছে, ওইদিন কি বৃষ্টিতে ভিজতে হবে? কী বলছে হাওয়া অফিস (Weather Update)?
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পঞ্জাব থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা সক্রিয় রয়েছে (Weather Update)। তারসঙ্গে যুক্ত হয়েছে উত্তরপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত। এর ফলে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় বুধবার থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে।
আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে (Weather Update)। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টিও হতে পারে রাজ্যের অনেক জেলায়। দমকা হাওয়া বইবে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে।
বৃহস্পতিবার হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানেও ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে (Weather Update)।
এখন প্রশ্ন—রথের দিন শুক্রবার কেমন থাকবে আকাশ?

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, রথযাত্রার (Weather Update) দিন পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া রাজ্যের অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, মাঝে মাঝে বৃষ্টি হলেও তা ভীড়ের বড় সমস্যা হয়ে দাঁড়াবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
রবিবার ও সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়ে গেছে রাজ্যের বেশিরভাগ এলাকায়।
উত্তরবঙ্গেও পরিস্থিতি নজরে রাখার মতো। বুধবার থেকে কোচবিহার, জলপাইগুড়ি ও দার্জিলিঙে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও, বৃহস্পতিবার ও শুক্রবার সেই সতর্কতা কিছুটা কমবে। শনিবার ও রবিবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ফের ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
রথযাত্রার আনন্দে ছন্দপতন ঘটাবে কি বর্ষা? এখন সেটাই দেখার।