Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • এক দুর্যোগ কাটতেই আরেক বিপদ! বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় তাণ্ডব বৃষ্টির আশঙ্কা
রাজ্য

এক দুর্যোগ কাটতেই আরেক বিপদ! বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় তাণ্ডব বৃষ্টির আশঙ্কা

rain in bengal a
Email :7

একটি প্লাবনের ক্ষতচিহ্ন এখনও শুকিয়ে ওঠেনি, এরই মধ্যে ফের এক দুর্যোগের আশঙ্কা ঘনীভূত হচ্ছে বাংলার আকাশে (Weather Update)। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নতুন নিম্নচাপ, যা দ্রুত শক্তি বাড়িয়ে আছড়ে পড়তে চলেছে বাংলার উপকূলে (Weather Update)। এর জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)। উপকূল ও পশ্চিমাঞ্চলের জন্য ইতিমধ্যেই জারি করা হয়েছে ‘কমলা সতর্কতা’।

আবহাওয়াবিদদের মতে, এই নিম্নচাপ (Weather Update) বর্তমানে অবস্থান করছে বাংলাদেশের উপকূল ও সংলগ্ন পশ্চিমবঙ্গের উপর। এটি ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে সরবে দক্ষিণবঙ্গের উপর দিয়ে। এর ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাজুড়ে ফের এক দফা প্রবল বর্ষণের পূর্বাভাস মিলেছে।

শনিবার রাত থেকেই আকাশে মেঘ জমতে শুরু করে, রবিবার সকাল থেকে গুমোট আবহাওয়া ও অকাল বৃষ্টিতে ঘুম ভেঙেছে শহরবাসীর (Weather Update)। আবহাওয়া দফতর জানাচ্ছে, রবিবার থেকে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে চলবে ভারী বৃষ্টি (Weather Update)। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় বৃষ্টির পরিমাণ হবে সর্বাধিক। একই সঙ্গে উত্তরবঙ্গের পাঁচটি জেলার উপরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতার আবহাওয়াও এই নিম্নচাপের জেরে বেশ পরিবর্তিত। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ উঠেছে মাত্র ২৮.৬ ডিগ্রিতে। আর্দ্রতার পরিমাণ ছুঁয়েছে ৯৮ শতাংশ পর্যন্ত। এদিন শহরে বৃষ্টি হয়েছে প্রায় ১৮.৬ মিলিমিটার।

এই নিম্নচাপ শুধু বৃষ্টি নয়, সঙ্গে নিয়ে আসতে চলেছে ঝড়ো হাওয়া। সাগরে ৫৫ থেকে ৬৫ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা হাওয়া, উত্তাল হয়ে উঠতে পারে বঙ্গোপসাগরের জল। এই অবস্থায় ইতিমধ্যেই রবিবার থেকে সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৎস্যজীবীদের জন্য।

সবচেয়ে বড় উদ্বেগের বিষয়, এই প্রবল বৃষ্টির মধ্যে যদি ডিভিসি আবার জল ছাড়ে, তবে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। জুনের মাঝামাঝি থেকেই রাজ্যে প্রবেশ করা বর্ষা সঙ্গে এনেছিল নিম্নচাপ, সেই বৃষ্টির চাপে রাজ্যজুড়ে ডিভিসিকে জল ছাড়তে হয়েছিল। তার জেরে জলমগ্ন হয়েছিল একাধিক জেলা। রাজ্য বনাম ডিভিসি সংঘাত সেই সময়েই মাথাচাড়া দিয়েছিল।

এবার ফের সেই চিত্রের আশঙ্কা। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে, রাজ্য প্রশাসনও পরিস্থিতির উপর বিশেষ নজর রাখছে। এখন দেখার, ডিভিসি যদি নতুন করে জল ছাড়ে, তবে দক্ষিণবঙ্গের বৃষ্টিপীড়িত জেলাগুলি আবার ভয়াবহ পরিস্থিতির মুখে পড়ে কি না।

সব মিলিয়ে, দক্ষিণবঙ্গের আকাশে যে ফের এক প্রাকৃতিক বিপর্যয়ের ছায়া ঘনাচ্ছে, তা বলাই বাহুল্য। সাধারণ মানুষকে ইতিমধ্যেই সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। কেবল প্রাকৃতিক দুর্যোগ নয়, এর জেরে ফের জলের তাণ্ডব ও প্রশাসনিক ব্যর্থতার চেহারা ফুটে উঠবে কি না, সেদিকে তাকিয়ে গোটা রাজ্য।

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts