সময়ের আগেই রাজ্যে প্রবেশ করেছে বর্ষা (Weather Update)। বিগত কয়েকদিন ধরে একনাগাড়ে বৃষ্টিতে তার উপস্থিতি টের পেয়েছে দক্ষিণবঙ্গের প্রতিটি মানুষ। আর এবার সেই বর্ষা আরও ভয়ঙ্কর রূপ নিতে চলেছে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)। বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে, যা এই দুর্যোগকে আরও তীব্র করে তুলতে পারে।
আবহাওয়া দফতর (Weather Update) থেকে জানানো হয়েছে, জুন মাসের শেষের দিকে রাজ্যের উপর দিয়ে ঝেঁপে পড়তে পারে একের পর এক বৃষ্টি। কলকাতা ও আশেপাশের এলাকাগুলিতে দফায় দফায় বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আজ শনিবার (Weather Update) থেকে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। উপকূলবর্তী ও পশ্চিমাঞ্চলের জেলাগুলির জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা।

বাংলাদেশ সংলগ্ন অঞ্চলে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের কারণে আজ শনিবার (Weather Update) দিনভর বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল। যার ফলে নদীর জলস্তর আরও বাড়তে পারে। এর জেরে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
ইতিমধ্যেই ঘাটাল, চন্দ্রকোনা সহ বিভিন্ন অঞ্চলে জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে । ঘরছাড়া বহু মানুষ। সেই ক্ষত এখন শুকায়নি, তার মধ্যেই ফের দুর্যোগের আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন সেসব এলাকার সাধারণ মানুষ। কোথাও কোথাও পাকা রাস্তাও ভেঙে গিয়েছে আগের বৃষ্টির দাপটে। এবার যদি নিম্নচাপের বৃষ্টি ফের নামে, তা হলে ক্ষয়ক্ষতির মাত্রা কোথায় গিয়ে দাঁড়াবে, তা ভেবেই আতঙ্কিত সবাই।
রাজ্য প্রশাসন সতর্ক থাকলেও সাধারণ মানুষের প্রশ্ন, লাগাতার দুর্যোগে তাঁরা কোথায় যাবেন? মজুত নেই খাবার, নেই বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থাও।
এমন পরিস্থিতিতে বর্ষার শুরুতেই আতঙ্ক ছড়াচ্ছে দক্ষিণবঙ্গ জুড়ে।