Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি—কোচবিহার, দিনাজপুরে সতর্কবার্তা!
রাজ্য

উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি—কোচবিহার, দিনাজপুরে সতর্কবার্তা!

rain in kolkata q
Email :7

অবশেষে সেই সময়টা চলে এসেছে—ঢাকের কাঠি পড়ে গিয়েছে, বাতাসে মিশে গিয়েছে পুজোর গন্ধ। কিন্তু সেই আনন্দের আবহেই ভাটা ফেলছে আবহাওয়ার খামখেয়ালি স্বভাব। কখনও ঝমঝমিয়ে বৃষ্টি, আবার হঠাৎই তীব্র গরম (Weather Update)। ঘামে ভিজে যাচ্ছে শরীর, অসহ্য অস্বস্তি (Weather Update)।

আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস বলছে, আজ কলকাতার আকাশ থাকবে মেঘলা (Weather Update)। দিনের মধ্যে বেশ কয়েক জায়গায় বজ্রবিদ্যু-সহ বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হতে পারে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে প্রায় ২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি, সেটিও গড়ের থেকে ২.২ ডিগ্রি উপরে। বাতাসে আর্দ্রতার সর্বোচ্চ মাত্রা থাকবে ৮৮ শতাংশ আর সর্বনিম্ন ৬৫ শতাংশ—ফলে ভ্যাপসা গরমে অস্বস্তি থেকে রেহাই নেই (Weather Update)।

এদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি আরও চিন্তার (Weather Update)। কোচবিহার আর উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যু-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া। ইতিমধ্যেই এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে বৃষ্টি চলছেই এবং আজও সেই প্রবণতা বজায় থাকবে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের বৃষ্টির রেশ চলবে।

অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার ও শুক্রবার, প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যু-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে যাঁরা উইকএন্ডে ঘুরতে বেরোবার পরিকল্পনা করেছেন তাঁদের জন্য স্বস্তির খবর—শনিবার ও রবিবার বৃষ্টি কিছুটা কমবে।

এর মধ্যেই পড়শি রাজ্য সিকিম থেকে এসেছে দুঃসংবাদ। লাগাতার বৃষ্টির জেরে আপার রিম্বি এলাকায় ভয়াবহ ধস নেমেছে। সেখানে অন্তত ৪ জনের প্রাণহানির খবর মিলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts