টানা কয়েকদিনের বৃষ্টিতে জলমগ্ন রাজপথ, যানজট, আর ছাতা ছাড়া রাস্তায় নামা যেন রীতিমতো দুঃসাহস—এই চিত্রই ছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার (Weather Update)। একটানা ঝমঝমিয়ে বৃষ্টি আর ঘন মেঘের দাপটে হাঁসফাঁস অবস্থা হয়েছিল শহরবাসীর। অনেক জেলাতেই বৃষ্টির জেরে তৈরি হয়েছিল বন্যার আশঙ্কাও (Weather Update)। তবে বৃহস্পতিবার সকালে সেই দৃশ্যপট বদলাতে শুরু করে। হঠাৎ করেই আকাশ ফাঁকা। রোদের ঝিলিক। মেঘ উধাও। আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, রাজ্য ছেড়েই বেরিয়ে গেছে নিম্নচাপ (Weather Update)।
আবহাওয়া দফতর জানাচ্ছে, আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই (Weather Update)। বরং বৃষ্টির দাপট থেকে সাময়িক মুক্তি পাচ্ছে কলকাতা ও তার আশপাশের অঞ্চল। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনার আকাশ মূলত পরিষ্কারই থাকবে। কয়েকটি জেলায় হালকা ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় মাঝেমধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে (Weather Update)।
তবে দক্ষিণে যেখানে আবহাওয়ার উন্নতি দেখা যাচ্ছে, ঠিক তার উলটো ছবি ফুটে উঠছে উত্তরবঙ্গে (Weather Update)। শনিবার অর্থাৎ ১৯ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বিশেষ করে ২০ জুলাই দার্জিলিং এবং সংলগ্ন এলাকায় হতে পারে অতি ভারী বৃষ্টি। একইসঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাগুলিতে। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। এরপর মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে কিছুটা কমবে বৃষ্টির দাপট।
অন্যদিকে, দক্ষিণবঙ্গে বৃষ্টি কমার সঙ্গে সঙ্গেই আবার ফিরে আসছে অস্বস্তিকর পরিস্থিতি। বাড়তে শুরু করেছে তাপমাত্রা। বাতাসে আর্দ্রতার পরিমাণও বেশি থাকায় গরমে হাঁসফাঁস করতে হবে শহরবাসীকে। বিশেষ করে দুপুরের দিকে বাইরে বের হলে ঘেমেনেয়ে একেবারে নাজেহাল হওয়ার সম্ভাবনা থাকছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে মৌসুমী অক্ষরেখা পাকিস্তান সংলগ্ন রাজস্থান থেকে শুরু হয়ে উত্তরপ্রদেশ, বিহার, বাঁকুড়া হয়ে পূর্ব ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই অক্ষরেখার অবস্থানেই বদল ঘটায় দক্ষিণবঙ্গে স্বস্তি, আর উত্তরে মেঘ জমছে।
আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ থেকে ৯৯ শতাংশের মধ্যে। বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৩.৬ মিলিমিটার।