আকাশ যেন প্রতিদিনই নতুন করে গর্জে উঠছে। কখনও দুপুর, কখনও সন্ধে—ঠিক যখন ঘর ছাড়ার কথা ভাবছেন, তখনই যেন মেঘের রুদ্র রূপ (Weather Update)। হঠাৎই শুরু হচ্ছে মুষলধারে বৃষ্টি। শহর হোক কিংবা গ্রাম, বাংলা জুড়ে এখন রোজকার ছবি এই ‘অচেনা বর্ষা’। সোমবারও গোটা রাজ্যজুড়ে দেখা গিয়েছে এমনই বিক্ষিপ্ত বর্ষণ। আর মঙ্গলবার? হুঁশিয়ারি দিচ্ছে হাওয়া অফিস—আজও রেহাই নেই(Weather Update)।
আবহাওয়া দফতরের পূর্বাভাস(Weather Update), একটি গভীর নিম্নচাপ এখনও সক্রিয় রয়েছে রাজ্যের ওপরেই। দক্ষিণবঙ্গের ছ’টি জেলায় ইতিমধ্যেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বিশেষত বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, দুই বর্ধমান ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। গোটা এলাকার আকাশ ঢেকে আছে ঘন কালো মেঘে। ঝমঝমিয়ে নামবে বৃষ্টি, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)।
কলকাতা শহর ও তার আশপাশের এলাকাও রয়েছে এই নিম্নচাপের কবলে (Weather Update)। শহরের আকাশও দিনভর মেঘলা থাকার সম্ভাবনা। চলবে থেমে থেমে বৃষ্টিপাত। কলকাতা, হাওড়া ও হুগলির বাসিন্দারা আজ সারাদিনই তৈরি থাকুন এক রকমের অনিশ্চিত আবহাওয়ার জন্য। তবে স্বস্তির খবর—নিম্নচাপটি ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে সরে যাচ্ছে। ফলে মঙ্গল থেকে শহরে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে।
কিন্তু সমস্যা সেখানেই শেষ নয়। ঝাড়খণ্ডে বৃষ্টির মাত্রা বেড়েই চলেছে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, সেখানে ৭০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এই অবস্থায় মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়তে শুরু করেছে ডিভিসি। দুর্গাপুর হয়ে বাংলার একাধিক জেলায় হুহু করে জল নামছে। যার ফলে প্লাবিত হতে শুরু করেছে রাজ্যের বহু এলাকা।