Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ১৬ জুলাই ঘূর্ণাবর্তের ধাক্কায় তছনছ হবে দক্ষিণবঙ্গ? কোন কোন জেলায় ধেয়ে আসছে বজ্র-ঝড়-বৃষ্টি, জেনে নিন এখনই!
রাজ্য

১৬ জুলাই ঘূর্ণাবর্তের ধাক্কায় তছনছ হবে দক্ষিণবঙ্গ? কোন কোন জেলায় ধেয়ে আসছে বজ্র-ঝড়-বৃষ্টি, জেনে নিন এখনই!

heavy rain s
Email :2

দক্ষিণবঙ্গের আকাশে ফের ঘনাচ্ছে বিপদের ঘনঘটা (Weather Update)। আগামী ১৬ জুলাই, মঙ্গলবার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তৈরি হতে চলেছে নতুন ঘূর্ণাবর্ত, এমনটাই সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর (Weather Update)। এই ঘূর্ণাবর্ত পরবর্তী তিন থেকে চার দিন পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে বলে জানা গেছে, যার ফলে প্রভাব পড়বে ঝাড়খণ্ড ও ছত্রিশগড় এলাকাতেও।

এদিকে, মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে দিঘা হয়ে দক্ষিণ-পূর্ব দিকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে (Weather Update)। এর প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি ও ঝড়বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে।

কলকাতার আবহাওয়ার খবরে জানানো হয়েছে, রবিবার শহরে ফের বৃষ্টি নামার সম্ভাবনা প্রবল (Weather Update)। বেলা যত গড়াবে, ততই বাড়বে বৃষ্টিপাত। সোমবার ও মঙ্গলবারেও বজ্রবিদ্যুৎ-সহ একাধিক দফায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আশার কথা, ভারী বৃষ্টির আশঙ্কা তেমন নেই। সকাল থেকেই বাতাসে ভারি জলীয় বাষ্প, রোদের সঙ্গে মিলেমিশে আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়াবে মানুষের দুর্ভোগ (Weather Update)।

আজ, রবিবার সকাল ৮টা নাগাদ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, আর শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ঘোরাফেরা করছে ৭৯ থেকে ৯৫ শতাংশের মধ্যে (Weather Update)।

সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সোমবার, প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতেও। বাতাসে বইতে পারে ৩০ থেকে ৪০ কিমি গতির ঝড়ো হাওয়া।

মঙ্গলবারেও দক্ষিণবঙ্গের চারটি জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে— সেগুলি হল নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও পূর্ব বর্ধমান।

উত্তরবঙ্গেও বৃষ্টি যেন পিছু ছাড়ছে না। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। সোমবারে সেই সতর্কতা রয়ে গেছে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার-এ। মঙ্গলবারেও বৃষ্টি বাড়তে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts