মঙ্গলবার ভোররাত থেকেই দক্ষিণবঙ্গে শুরু হয়েছে তুমুল মেঘগর্জন ও বৃষ্টিপাত (Weather Update)। গাঢ় ধূসর মেঘের চাদরে ঢেকে গেছে আকাশ, সূর্য যতই আলো পাঠাতে চাইছে, মেঘ যেন একরকম বাধা হয়ে দাঁড়িয়েছে। ফলে গোটা শহর জুড়ে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, সঙ্গে অবিরাম বৃষ্টি(Weather Update)।
আলিপুর আবহাওয়া দফতর (Weather Update) রবিবারই জানিয়েছিল—আসছে নিম্নচাপ, যার জেরে দক্ষিণবঙ্গে নামবে বৃষ্টির ছড়াছড়ি। সেই পূর্বাভাস মঙ্গলবার সকালেই বাস্তবে রূপ নিয়েছে। শহরের রাস্তাঘাট এখন হাঁটুজল! জলমগ্ন শহরের অলিগলি, রাস্তার পাশে দাঁড়িয়ে একরাশ চিন্তায় অফিসযাত্রীরা। অন্যদিকে, গৃহহীন মানুষদের দুর্দশার শেষ নেই—ফুটপাতেই যাদের সংসার, এখন সেই ফুটপাতটাই নেই! কোথাও জল, কোথাও কাদা—কিন্তু আশ্রয় কোথায় (Weather Update)?
হাওয়া অফিস জানিয়েছে, এই নিম্নচাপের প্রভাব দক্ষিণবঙ্গ জুড়ে ছড়িয়ে পড়বে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হতে পারে অতিভারী বৃষ্টি। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলিতে হবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত।
উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা—যদিও এখনো তেমন ভারী বর্ষণ শুরু হয়নি। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সেখানেও। হাওয়া অফিস বলছে, আগামী রবিবার পর্যন্ত চলবে এই অনিশ্চিত, মনখারাপের মতো আবহাওয়া।