বাংলার আকাশে ফের জমেছে দুর্যোগের ঘন মেঘ (Weather Update)। সক্রিয় হয়েছে নতুন একটি ঘূর্ণাবর্ত, যার প্রভাব বাড়িয়ে তুলছে সমানভাবে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে এই মৌসুমী অক্ষরেখা দিঘা হয়ে বঙ্গোপসাগরের গভীর অঞ্চল পর্যন্ত বিস্তৃত। এই দুইয়ের মিলিত প্রভাবে রাজ্যে ফের বাড়ছে বৃষ্টির সম্ভাবনা (Weather Update)।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ এবং আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার রাজ্যের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে (Weather Update)। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনায় আজ রাত থেকেই শুরু হতে পারে প্রবল বৃষ্টি। সেইসঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, বজ্রপাতের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা (Weather Update)।
দুর্যোগের ছাপ দেখা দিতে পারে নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা, দুই মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়ার মতো জেলাগুলিতেও। এই জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতাবাসীর জন্যও রয়েছে সতর্কতা—আগামী চার দিন পর্যন্ত শহরে বিক্ষিপ্ত বৃষ্টির ছবি বজায় থাকবে। তবে বৃহস্পতিবার শহর থেকে জেলার দিকে বর্ষার দাপট বেশি হতে পারে (Weather Update)।
রাজ্যের উত্তরের জেলাগুলিতেও এই দুর্যোগের আঁচ লাগবে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম ও দুই বর্ধমানে। পাশাপাশি, উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও কালিম্পং জেলাতেও হতে পারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। দার্জিলিং, মালদহ, দুই দিনাজপুর ও আলিপুরদুয়ারেও বজায় থাকবে ঝড়বৃষ্টির আশঙ্কা।
তবে দুর্যোগ এখানেই থামছে না। আবহাওয়া দফতরের মতে, জুলাই শেষ হলেও আগস্টের শুরুতে নতুন করে আরও তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ জুড়ে। ১ আগস্ট কোচবিহার ও আলিপুরদুয়ার বাদ দিয়ে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হতে পারে ভারী বৃষ্টি। আর ২ আগস্ট দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনায় জারি হয়েছে কমলা সতর্কতা।
আবহাওয়ার এমন রূপ দেখে রাজ্যবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। বিশেষ করে নিচু এলাকা ও নদী-খালপাড় সংলগ্ন অঞ্চলগুলিতে নজরদারির কথা বলছেন বিশেষজ্ঞরা।