সকাল থেকেই ঘাটে ঘিটে উপচে পড়েছে মানুষের ভিড়। বৃষ্টি নেই, আকাশ আংশিক মেঘলা, কিন্তু আবহাওয়া দফতর জানিয়েছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বদলাতে পারে পরিস্থিতি। দুপুরের পর বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Weather Update)।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার মাত্রা ৭৫ থেকে ৯৭ শতাংশে ঘোরাফেরা করছে, যার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে (Weather Update)।
আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। উত্তরবঙ্গেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকলেও ক্রমেই তা কমবে (Weather Update)।
সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ সতর্কতা রাখা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। মঙ্গলবার আরও কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে (Weather Update)।
উত্তরবঙ্গও রেহাই পাচ্ছে না। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ ও দুই দিনাজপুরসহ সব জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে থাকতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস। তবে সোমবার থেকে উত্তরবঙ্গের বৃষ্টি কিছুটা কমবে।
পুজোর সময়ও বৃষ্টির ঝড় থামবে না। আবহাওয়া দফতর জানিয়েছে, আন্দামান সাগর ও মায়ানমার উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা ২২ সেপ্টেম্বর উত্তর বঙ্গোপসাগরে পৌঁছাবে। ২৫ সেপ্টেম্বর একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা দুই-তিন দিনের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হবে। ফলে পুজোর শুরুতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলীয় এলাকায় চতুর্থী থেকে দশমী পর্যন্ত বৃষ্টি চলতে পারে।