দীর্ঘ টালবাহানার পর অবশেষে নির্ধারিত হল দিন। আগামী ৭ অগস্ট প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (WBJEE) ফলাফল। ফলপ্রকাশ নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই তৈরি হয়েছিল তীব্র অনিশ্চয়তা ও চাপে-উতোর। কখনও উচ্চশিক্ষা দফতরের দিশাহীনতা, কখনও সংরক্ষণ নিয়ে আইনি জট—সব মিলিয়ে আতঙ্কে ছিল হাজার হাজার পরীক্ষার্থী ও তাঁদের পরিবার। তবে বুধবার বোর্ড জানায়, উচ্চশিক্ষা দফতরের নির্দেশ এসে পৌঁছেছে এবং বৃহস্পতিবার ফলপ্রকাশের দিনক্ষণ সরকারি ভাবে ঘোষণা করা হবে।
এরপর বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে রাজ্য জয়েন্ট বোর্ডের (WBJEE) চেয়ারপার্সন সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় জানান, সব জট কেটে অবশেষে ৭ অগস্ট ফল প্রকাশের দিন নির্ধারিত হয়েছে। তিনি বলেন, “বোর্ড প্রস্তুত ছিল ৫ জুনেই রেজাল্ট প্রকাশের জন্য। কিন্তু হঠাৎ ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে চলে যাওয়ায় গোটা প্রক্রিয়াই থমকে যায়। ২৮ জুলাই সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দেয়। তারপর ৩০ জুলাই উচ্চশিক্ষা দফতর থেকে নির্দেশিকা আসে, আর তার ভিত্তিতেই ফল প্রকাশের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।”
বোর্ড আরও জানায়, সংরক্ষণ নীতিতে সাম্প্রতিক রায় অনুযায়ী পরীক্ষার্থীদের নতুন করে সংরক্ষণের তথ্য আপডেট করার সুযোগ দেওয়া হবে। এই সুযোগ মিলবে ২ অগস্ট পর্যন্ত। WBJEE বোর্ড ইতিমধ্যেই সব পরীক্ষার্থীদের কাছে এসএমএসের মাধ্যমে এই তথ্য পাঠিয়ে দিয়েছে।
উল্লেখ্য, রেজাল্ট প্রকাশে এত দীর্ঘ দেরিতে রাজ্যের কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়াও অনিশ্চয়তার মুখে পড়েছিল। বহু বেসরকারি কলেজে আসন খালি থেকে যাচ্ছিল, অন্যদিকে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মনে তৈরি হচ্ছিল প্রবল উদ্বেগ। অবশেষে রায় বেরনোর পরে পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক হলেও, রেজাল্ট প্রকাশের পর ভর্তি সংক্রান্ত সময়সীমা নিয়েও এখন নজর থাকবে সকলের।