Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • উচ্চমাধ্যমিক টপার তালিকায় বিজ্ঞান ঝড়! ৬৯ জনের মধ্যে ৬৮ জনই সায়েন্স, কমার্স থেকে একমাত্র ‘যোদ্ধা’ ফয়েজল
রাজ্য

উচ্চমাধ্যমিক টপার তালিকায় বিজ্ঞান ঝড়! ৬৯ জনের মধ্যে ৬৮ জনই সায়েন্স, কমার্স থেকে একমাত্র ‘যোদ্ধা’ ফয়েজল

hs result a
Email :7

উচ্চমাধ্যমিকের প্রথম পর্বের ফল প্রকাশ ( WB HS Result) হতেই স্পষ্ট হয়ে গেল অভাবনীয় এক ছবি। প্রথম দশে জায়গা পেয়েছেন মোট ৬৯ জন। তাদের মধ্যে ৬৮ জনই বিজ্ঞান বিভাগের পড়ুয়া। কমার্স বিভাগ থেকে মাত্র একজন টপ-টেনের তালিকায় নাম করতে পেরেছেন। আরও চমক—এই সাফল্যের মঞ্চে মেয়েদের উপস্থিতি অত্যন্ত কম। শীর্ষ তালিকায় জায়গা পেয়েছেন মাত্র তিন ছাত্রী। বাকি সবাই ছাত্র ( WB HS Result)।

শুক্রবার বিদ্যাসাগর ভবনের সাংবাদিক বৈঠকে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, কমার্স বিভাগ থেকে একমাত্র গোলাম ফয়েজল প্রথম দশের তালিকায় রয়েছেন ( WB HS Result)। অন্যদিকে মেয়েদের মধ্যে প্রথম দীপান্বিতা পাল। দক্ষিণ দিনাজপুরের দৌলতপুর হাই স্কুলের ছাত্রী দীপান্বিতা সামগ্রিক তালিকায় চতুর্থ। তাঁর প্রাপ্ত নম্বর ৯৮.৪২ শতাংশ।

মেধা তালিকায় মেয়েদের কম উপস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষাবিদরা ( WB HS Result)। তাঁদের আশাপ্রকাশ, আগামী সেমিস্টারে মেয়েরা আরও শক্তিশালীভাবে ঘুরে দাঁড়াবে। একই সঙ্গে নজর কেড়েছে আরেকটি দিক—কলা বিভাগ থেকে এই তালিকায় এক জনও নেই। বিজ্ঞান বিভাগের আধিপত্য এবার আরও স্পষ্ট ( WB HS Result)।

এদিন জানানো হয়েছে, পরীক্ষার মাত্র ৩৯ দিনের মধ্যে ফল প্রকাশ করা হল। পাশের হার দাঁড়িয়েছে ৯৩.৭২ শতাংশ। দক্ষিণ ২৪ পরগনা এবারও এগিয়ে, পাশের নিরিখে প্রথম। তবে এই ফল শুধুমাত্র লিখিত পরীক্ষার ভিত্তিতে। দুপুর দুটো থেকে অনলাইনে দেখা যাচ্ছে ফল। স্কুলগুলোও ডিজিটালি মার্কশিট ডাউনলোড করতে পারছে।

শিক্ষা দফতর মনে করছে, পরীক্ষার নতুন কাঠামো এবং দ্রুত ফল প্রকাশের ফলে পড়ুয়ারা আরও প্রস্তুত থাকবে চূড়ান্ত পরীক্ষার জন্য। আর মেধা তালিকায় মেয়েদের করুণ উপস্থিতি? শিক্ষা মহলের দাবি, এটা সাময়িক। আগামী পর্বে সেই ‘কামব্যাক’ দেখবে গোটা বাংলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts