শুক্রবার সকাল থেকেই টানা বৃষ্টিতে ভিজল কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। শহরবাসী দিনের শুরুতেই জলে ডুবে পড়ল। আর এই দুর্যোগ চলবে সপ্তাহজুড়ে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Kolkata) ।
ঘূর্ণিঝড় উইফার ভয়াবহ রূপ না নিলেও, শক্তি হারিয়ে সেটি এখন নিম্নচাপে পরিণত হয়ে উত্তর বঙ্গোপসাগরে ঢুকে পড়েছে। সঙ্গে তৈরি হয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত (Kolkata) । এই দুই মিলিত সিস্টেম আগামী শুক্র ও শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গের দিকে এগোবে বলে আশঙ্কা (Kolkata) । এর ফলে শুক্রবার থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে একাধিক জেলায়।
পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হতে পারে আজ (Kolkata) । বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বইবে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই।
শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি থাকছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং দুই বর্ধমানে। রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে।
কলকাতাতেও একটানা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবার সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি চলছে শহর জুড়ে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সারা দিন জুড়েই। বৃহস্পতিবারের তুলনায় আজ শহরের তাপমাত্রা খানিকটা নেমে এসেছে—আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস।
প্রচণ্ড বৃষ্টির জেরে শহরের একাধিক এলাকায় জল জমলেও কলকাতা পুরসভা তৎপরতার সঙ্গে জল বের করার কাজ চালাচ্ছে।
এদিকে, শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও ছড়িয়ে পড়ছে এই দুর্যোগের প্রভাব। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার ও মঙ্গলবারও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে উত্তরবঙ্গের সমস্ত জেলায়, তবে ভারী বৃষ্টির আশঙ্কা কিছুটা কমবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
সতর্কতা: সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনায় মৎস্যজীবীদের জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। কোনোভাবেই সমুদ্রে যাওয়ার চেষ্টা করা উচিত নয়।