Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • আরজিকর কাণ্ডে তীব্র বিতর্কের পর, আদালতে ‘ক্ষমা’ বিনীত গোয়েলের — মামলা খারিজ!
রাজ্য

আরজিকর কাণ্ডে তীব্র বিতর্কের পর, আদালতে ‘ক্ষমা’ বিনীত গোয়েলের — মামলা খারিজ!

vineet goyal w
Email :26

আরজিকর কাণ্ডে অবশেষে স্বস্তি পেলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল (Vineet Goyel)। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটি খারিজ করে দিয়েছে। বৃহস্পতিবার বিচারপতি রাজা শেখর মান্থা ও বিচারপতি অজয় গুপ্তের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। শুনানিতে আদালতের সামনে দুঃখ প্রকাশ করে একটি চিঠি জমা দেন আইপিএস অফিসার বিনীত গোয়েল। আদালত তাঁর সেই চিঠি গ্রহণ করে মামলা খারিজের সিদ্ধান্ত জানায়।

২০২৩ সালে আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। সেই সময় কলকাতার পুলিশ কমিশনারের দায়িত্বে ছিলেন বিনীত গোয়েল (Vineet Goyel)। ঘটনাটির তদন্ত চলাকালীন এক সাংবাদিক বৈঠকে বিনীত গোয়েল (Vineet Goyel) নিহত তরুণী চিকিৎসকের নাম প্রকাশ করে ফেলেন, যা স্পষ্টভাবেই আইনি নিয়মের পরিপন্থী।

নাবালিকা বা যৌন নির্যাতনের শিকার কোনও মহিলার পরিচয় প্রকাশ করা আইন অনুযায়ী গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়। আর সেই আইন ভঙ্গের অভিযোগে বিনীত গোয়েলের  বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আজ, আদালতের সামনে তিনি লিখিতভাবে দুঃখ প্রকাশ করেন ও নিজের ভুল স্বীকার করেন। তাঁর এই আত্মসমর্পণমূলক দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দিয়ে কলকাতা হাইকোর্ট মামলাটি খারিজ করে দেয়।

বিচারপতিদের পর্যবেক্ষণে জানানো হয়, কোনও ব্যক্তির বিরুদ্ধে দায়ের হওয়া ফৌজদারি মামলা তখনই টিকে থাকে, যখন তা বিচারযোগ্য পর্যায়ের অপরাধে পরিণত হয়। কিন্তু এ ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি প্রকাশ্যে ভুল স্বীকার করে দুঃখপ্রকাশ করেছেন এবং তাতে তাঁর কোনও অসৎ উদ্দেশ্য ছিল বলে মনে করা হয়নি।

এই রায়ে আইপিএস বিনীত গোয়েল আপাতত আইনি স্বস্তি পেলেও, ঘটনাটি প্রশাসনের নীতিগত দায়বদ্ধতা এবং সংবাদমাধ্যমে বক্তব্য রাখার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের গুরুত্বের দিকেই ইঙ্গিত দেয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts