পূর্বাঞ্চলীয় সেনা সদর দপ্তর ফোর্ট উইলিয়ামে সোমবার যথাযোগ্য মর্যাদায় পালিত হল ৫৪তম বিজয় দিবস (Vijay Diwas)। এই বিশেষ অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আসা ২০ সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল। তাঁদের মধ্যে আটজন ছিলেন একাত্তরের মুক্তিযোদ্ধা (Vijay Diwas)। অনুষ্ঠানের মঞ্চ থেকেই প্রতিবেশী দেশ বাংলাদেশকে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন ভারতের প্রাক্তন সেনাপ্রধান ভিকে সিং। তাঁর কথায়, যে দেশ নিজের ইতিহাস ভুলে যায়, শেষ পর্যন্ত সেই দেশই হারিয়ে যায় (Vijay Diwas)।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। সোমবারই বাংলাদেশের প্রতিনিধি দল (Vijay Diwas) ভারতে আসে এবং সেদিন রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করে। এদিনের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল এম লুৎফর রহমান এবং মেজর শের-ই-শাহবাজ। তাঁদের পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে যোগ দেন। বাংলাদেশ থেকে আসা মুক্তিযোদ্ধাদের মধ্যে ছিলেন অবসরপ্রাপ্ত মেজর মহম্মদ হাবিবুল আলম, কামরুল আবেদিন, অলীককুমার গুপ্ত ও মনীষ দেওয়ানের মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা।
এদিকে বিজয় দিবস উপলক্ষে সোমবার সোশাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন একাত্তরের যুদ্ধে পাকিস্তানি বাহিনীকে পরাজিত করা ভারতীয় সেনাদের বীরত্ব। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও ভারতীয় সেনাবাহিনীর নিষ্ঠা, সাহস এবং দেশপ্রেমের কথা তুলে ধরেন। একাত্তরের যুদ্ধের পাশাপাশি সাম্প্রতিক পহেলগাঁও হামলার পর সফল ‘সিঁদুর’ অভিযানের কথাও উল্লেখ করেন তিনি।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, ১৯৭১ সালের যুদ্ধ ভারতের তিন বাহিনীর অতুলনীয় সাহস ও ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি আরও বলেন, যে প্রজন্ম একাত্তরের যুদ্ধে আত্মত্যাগ করেছিল, তাদের স্মরণ করেই বাংলাদেশের মানুষকে ভবিষ্যতের পথ ঠিক করতে হবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে রাজনাথ সিং জানান, ভারত সবসময় চায় বাংলাদেশে শান্তি বজায় থাকুক, দেশের অর্থনীতি শক্তিশালী হোক এবং সাধারণ মানুষ কাজের সুযোগ পাক, যাতে কাউকে অন্য দেশে কাজের খোঁজে ছুটে যেতে না হয়।











