নিউটাউনের একটি আবাসন থেকে উদ্ধার হল বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রীর পুত্র সৃঞ্জয় দাশগুপ্তের (২৭) নিথর দেহ (Unnatural Death)। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় (Unnatural Death)। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে (Unnatural Death)।
পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে নিউটাউনের আবাসনে নিজের ঘর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় সৃঞ্জয়কে। প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে, পরে সেখান থেকে বিধাননগর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মৃতদেহ পাঠানো হয়েছে আরজিকর হাসপাতালে ময়নাতদন্তের জন্য। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
স্থানীয় সূত্রে দাবি, মৃত্যুর আগের রাতে আবাসনে একটি পার্টি চলছিল। সেই পার্টি থেকেই কীভাবে এমন ঘটনার সূত্রপাত — তা নিয়েই শুরু হয়েছে চাপানউতোর। আত্মহত্যা, নাকি রহস্যজনক মৃত্যু — তা নিয়ে জোর জল্পনা।
এই ঘটনার পর সৃঞ্জয়ের মা রিঙ্কু মজুমদার ভেঙে পড়েছেন কান্নায়। সংবাদমাধ্যমের সামনে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি তিনি।
পেশায় আইটি কর্মী সৃঞ্জয় কাজ করতেন সল্টলেকের একটি তথ্যপ্রযুক্তি সংস্থায়। কিছুদিন আগেই তাঁর মা রিঙ্কু মজুমদার বিয়ে করেন বিজেপি নেতা দিলীপ ঘোষকে। সৃঞ্জয় সেই বিয়েতে উপস্থিত ছিলেন না। তখন সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, তিনি ছুটি কাটাতে বাইরে আছেন। তবে মায়ের নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়ে বলেছিলেন, “আমি খুশি।”
সেই সৃঞ্জয়ের এই রহস্যমৃত্যু ঘিরে উঠছে বহু প্রশ্ন। তদন্ত শুরু করেছে নিউটাউন থানার পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মুখিয়ে রয়েছে পরিবার থেকে প্রতিবেশী — সকলে।