১২ এপ্রিলের পর থেকেই ছিলেন পলাতক (Murshidabad)। শেষমেশ ওড়িশার ঝাড়সুগুড়া থেকে মুর্শিদাবাদের (Murshidabad) জাফরাবাদে অশান্তিতে জড়িত মোট ১৫ জনকে গ্রেফতার করল রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (STF)। ধৃতদের মধ্যে রয়েছেন হরগোবিন্দ দাস ও চন্দন দাস—এই জোড়া খুনের ঘটনায় মূল অভিযুক্ত জিয়াউল শেখের দুই পুত্রও (Murshidabad)।
এর আগে শনিবার চোপড়া থেকে জিয়াউল শেখকে গ্রেফতার করে STF। তাকে জেরা করেই বাকিদের হদিস মেলে বলে পুলিশ সূত্রে খবর। ধুলিয়ান পুরসভার জাফরাবাদ এলাকায় ঘটে যাওয়া ওই জোড়া খুনের ঘটনায় এখন পর্যন্ত গ্রেফতার হলেন মোট চারজন। পুলিশ সূত্রে খবর, জিয়াউলের দুই পুত্রকেও আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হতে পারে।
ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদ ঘিরে মুর্শিদাবাদে শুরু হওয়া অশান্তির আবহেই খুন হন হরগোবিন্দ দাস ও তাঁর পুত্র চন্দন দাস। ঘটনায় ব্যক্তিগত শত্রুতার যোগও রয়েছে বলে জানা গেছে।
পুলিশ আরও জানায়, ধৃতদের অনেকে কাজের সূত্রে ওড়িশার ঝাড়সুগুড়ায় ছিলেন। ঈদ উপলক্ষে অনেকে বাড়ি ফিরলেও অশান্তির পরে ফের ওড়িশায় চলে যান তাঁরা। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে STF অভিযান চালিয়ে তাঁদের পাকড়াও করে।
পুলিশের দাবি, জিয়াউল শেখ ছিলেন পুরো ঘটনার মূল পরিকল্পনাকারী। তিনি জাফরাবাদের পাশের এলাকা সুলিতলা পূর্বপাড়ার বাসিন্দা।