কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেছিলেন, “দেড় মাসে ১০ জন তৃণমূল নেতা-কর্মী (TMC Worker) খুন হয়েছেন। থানা কী করছে?” সেই ঘটনার সপ্তাহ পার হতেই ফের বড়সড় রাজনৈতিক হিংসার অভিযোগ উঠল খাস কলকাতায়। এবার বেলেঘাটার কালীতলা বোস লেনে তৃণমূল কর্মী তাপস বন্দ্যোপাধ্যায়কে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে একই দলের কর্মীদের বিরুদ্ধেই (TMC Worker) ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে বাড়ির সামনে বন্ধুদের সঙ্গে বসেছিলেন তাপস (TMC Worker) । হঠাৎই সৌরভ দাস এবং গুড্ডু নামে দুই যুবক সেখানে হাজির হয়ে তাপসকে গালিগালাজ করে। কিছুক্ষণ পরে ফের ফিরে এসে ক্ষমা চায় সৌরভ। কিন্তু তার কিছু পরেই আবার ফিরে এসে গুড্ডুকে সঙ্গে নিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে তাপসকে (TMC Worker) । ধারালো ছুরি দিয়ে বুকে এবং শরীরের একাধিক জায়গায় আঘাত করা হয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তিনি ভর্তি রয়েছেন এনআরএস মেডিক্যাল কলেজে।
আহত তাপসের ভাই আশীস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজনৈতিক প্রতিহিংসার জেরেই তাঁর দাদার উপর এই হামলা হয়েছে। তিনি আরও জানান, সৌরভ দাস বারবার উস্কানি দিচ্ছিল এবং গুড্ডুর সহযোগিতায় দাদাকে রক্তাক্ত করে ফেলে। আশীসের দাবি, হামলাকারীরা কয়েকদিন ধরেই তৃণমূল করছে, আর সেই রাজনৈতিক প্রতিশোধ নিতেই এই ভয়াবহ হামলা চালানো হয়েছে।