Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ‘ছেলেখেলা চলছে!’ মোদীর সভার বিজ্ঞাপনে ৮ তৃণমূল নেতার নাম, অথচ আমন্ত্রণ পাননি কেউ! তীব্র ক্ষোভ কল্যাণ-মালার
রাজ্য

‘ছেলেখেলা চলছে!’ মোদীর সভার বিজ্ঞাপনে ৮ তৃণমূল নেতার নাম, অথচ আমন্ত্রণ পাননি কেউ! তীব্র ক্ষোভ কল্যাণ-মালার

TMC MPs
Email :18

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি সভার বিজ্ঞাপন ঘিরে নতুন করে জোরদার রাজনৈতিক বিতর্ক। শুক্রবার দুর্গাপুরে মোদীর সরকারি কর্মসূচির বিজ্ঞাপনে দেখা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ মোট ৮ জন তৃণমূল সাংসদের নাম (TMC MPs)। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে—এসব নাম শুধু দেখনদারি, কারণ ওই সাংসদদের (TMC MPs) এক জনের কাছেও কোনও আমন্ত্রণপত্র যায়নি।

প্রকাশিত বিজ্ঞাপনে নাম রয়েছে (TMC MPs) মালা রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, সুদীপ বন্দ্যোপাধ্যায়, অরূপ চক্রবর্তী সহ একাধিক শাসক দলের সাংসদের। কিন্তু তাঁরা অভিযোগ করেছেন, অনুষ্ঠান সম্পর্কে কোনও অফিসিয়াল তথ্য তো দূরের কথা, ফোন কল বা আমন্ত্রণপত্র পর্যন্ত পাননি।

সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করে বলেন (TMC MPs), “রাজনৈতিক সভা করতে এসে উল্টোদিকে প্রশাসনিক সভা হচ্ছে। এই ধরনের কমেডি না করলেই চলত। এটা একটা ছেলেখেলা ছাড়া কিছু নয়।”

সাংসদ মালা রায়ও বলেন, “ওরা সব কিছু নিজেরাই করে। আজ পর্যন্ত কোনও অনুষ্ঠানে আমাদের ডাকে না। কখনও কোনও আমন্ত্রণ পাইনি। যদি আমন্ত্রণ পেতাম, অবশ্যই বলতাম।”

তৃণমূলের বক্তব্য, এই পুরো বিষয়টা একটা ‘সৌজন্যের নাটক’। শুধু নাম ছেপে নিজেদের উদার প্রমাণ করতে চাইছে বিজেপি। বাস্তবে কোনওরকম রাজনৈতিক সৌজন্যের বালাই নেই বলেই দাবি করেছে তারা।

বিজেপির পাল্টা বক্তব্যে সজল ঘোষ বলেন, “কাকে ডাকা হয়েছে, সেটা বলতে পারব না। তবে তৃণমূল আগে বলুক, কলকাতা পুরসভার অধিবেশন হঠাৎ করে কেন স্থগিত করা হল?” তিনি আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও সরকারি অনুষ্ঠানে কখনও বিরোধীদের নাম থাকে না। এখানে অন্তত নাম ও ছবি তো দেওয়া হয়েছে!”

ঘটনাটি এখন রাজ্য রাজনীতির নতুন উত্তাপ ছড়িয়েছে, যেখানে সৌজন্যের রাজনীতি নিয়েই উঠেছে প্রশ্ন—এটা সত্যিই আমন্ত্রণ, না শুধুই প্রচারের রাজনীতি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts