ফের উত্তপ্ত রাজ্যের রাজনীতি। এবার লক্ষ্য অভিজিৎ সরকারের পরিবার! ভোট-পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকারের উপর খুনের চেষ্টা চালানোর অভিযোগ উঠল। সরাসরি তৃণমূল কাউন্সিলর (TMC Councillor) স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি। ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।
ঘটনাটি ঘটে বিশ্বজিৎ সরকারের বাড়ির সামনেই। কলকাতা পুরসভার পক্ষ থেকে পাঠানো হয় গাছের ডালপালা কাটার দল। অভিযোগ, ডাল কাটতে গিয়ে একটি ভারী ডাল পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে যায়, গ্যারেজের গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনার প্রতিবাদ জানাতে গিয়েই নাকি শুরু হয় বিতণ্ডা (TMC Councillor)। বিশ্বজিতের অভিযোগ, পরিকল্পিতভাবেই তৃণমূল কাউন্সিলরদের নির্দেশে মারধর চালায় ওই কর্মীরা। তাঁর দাবি, এটি নিছক গাছ কাটাকে কেন্দ্র করে উত্তেজনা নয়—আসলে তাঁকে খুনের পরিকল্পনা করে পাঠানো হয়েছিল লোকজন।
বিশ্বজিৎ আরও জানান, যাঁদের বিরুদ্ধে তিনি সরাসরি অভিযোগ করছেন, সেই স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষ, দু’জনের নামই রয়েছে অভিজিৎ সরকারের খুনে সিবিআইয়ের চার্জশিটে। সেই প্রেক্ষিতে তাঁর সন্দেহ আরও জোরদার হয়েছে যে তাঁকে ঠান্ডা মাথায় শেষ করে দিতে চাইছে শাসক দলের প্রভাবশালী অংশ (TMC Councillor)।
তবে এখানেই শেষ নয়। পাল্টা অভিযোগ তুলেছেন গাছ কাটতে যাওয়া পুরসভার কর্মীরাও। তাঁদের দাবি, গাড়ির ক্ষয়ক্ষতি নিয়ে কথা বলতে গেলে প্রথমে বিশ্বজিৎ সরকারই উত্তেজিত হয়ে পড়েন এবং তাঁদের ওপর চড়াও হন। এরপর দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং দু’জনকে থানায় নিয়ে যায়।
ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপি নেতৃত্ব এই ঘটনার নিন্দা করে ফের দাবি তুলেছে—“শাসক দলের আশ্রয়ে থাকা অপরাধীরা একে একে বিজেপি কর্মীদের নিশানা করছে। এখন সেই হামলার শিকার মৃত কর্মীর পরিবারও!”