Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • আন্দোলন মঞ্চ থেকে পরীক্ষার বেঞ্চ—শিক্ষক সুমনের লড়াই থামছে না
রাজ্য

আন্দোলন মঞ্চ থেকে পরীক্ষার বেঞ্চ—শিক্ষক সুমনের লড়াই থামছে না

teachers protest
Email :1

একদিকে অবিরাম আন্দোলন, পুলিশের ডাক, সরকারের বিরুদ্ধে গর্জন—সব কিছুর সাক্ষী থেকেও শেষ পর্যন্ত একাদশ–দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসতে হল চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসকে (Teachers Protest)। তাঁর পরীক্ষার সিট পড়েছে হুগলি উইমেন্স কলেজে। কিন্তু পরীক্ষা শুরুর আগে কেন্দ্রের দরজায় দাঁড়িয়েই সুমন ফের ক্ষোভ উগরে দিলেন। সাফ জানালেন—“আজকের পরীক্ষা শেষে নতুন করে আন্দোলনের রূপরেখা তৈরি হবে (Teachers Protest)। যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করতে হবে এবং তাঁদের চাকরিতে বহাল রাখতে হবে। নইলে আমাদের আন্দোলন আমরণ চলবে।”

এসএসসি জানিয়েছে, এদিন একাদশ–দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসেছেন মোট ২ লক্ষ ৪৬ হাজার চাকরিপ্রার্থী (Teachers Protest)। শূন্যপদ রয়েছে ১২ হাজার ৫১৪টি। এর আগে গত রবিবার হয়েছিল নবম–দশমের পরীক্ষা, যেখানে অংশ নেন ৫ লক্ষ ৬৫ হাজার পরীক্ষার্থী। সুমন বিশ্বাসও সেই পরীক্ষায় বসেছিলেন, আর এবারও বসছেন একাদশ–দ্বাদশের পরীক্ষায় ।

পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে সুমনের গলায় জমে ওঠে আক্ষেপ—“আমরা যোগ্য হয়েও আবার নতুন করে একই মানের পরীক্ষা দিতে বাধ্য হচ্ছি। আমরা এই দুর্নীতিগ্রস্ত সিস্টেমের শিকার। সমাজে দুর্নীতির ভয়াবহ প্রভাব আজ আমাদের জীবনে সরাসরি এসে পড়েছে।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts