Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • মিছিল এগোচ্ছে নবান্নের দিকে! বেকার শিক্ষাকর্মীদের গর্জনে কাঁপছে প্রশাসন—আজই কি হবে সুরাহা?
রাজ্য

মিছিল এগোচ্ছে নবান্নের দিকে! বেকার শিক্ষাকর্মীদের গর্জনে কাঁপছে প্রশাসন—আজই কি হবে সুরাহা?

nabanna
Email :2

বাংলার রাজনীতি এখন এক জ্বলন্ত প্রশ্নকে ঘিরে ঘুরপাক খাচ্ছে—”কে যোগ্য, আর কে অযোগ্য?” এই প্রশ্নেই যেন ভবিষ্যৎ স্থির হচ্ছে হাজার হাজার চাকরিপ্রত্যাশীর (Teachers Protest)। সেই প্রেক্ষিতেই ফের উত্তাল হতে চলেছে রাজ্য প্রশাসনিক মহল। ন্যায্য চাকরি ফেরতের দাবিতে আজ, অর্থাৎ সোমবার (৮ জুলাই), নবান্ন অভিযানে নামছে চাকরিহারা শিক্ষাকর্মীদের একাংশ (Teachers Protest)।

চার দফা দাবিকে সামনে রেখে এই কর্মসূচি ঘিরে চূড়ান্ত প্রস্তুতি নিয়েছেন আন্দোলনকারীরা (Teachers Protest)। সকাল ১১টা নাগাদ হাওড়া ময়দান মেট্রোর কাছে জমায়েত শুরু হয়েছে। সেখানে উপস্থিত রয়েছেন গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরিহারা শিক্ষাকর্মীরা (Teachers Protest)। সেখান থেকেই মন্দিরতলা হয়ে মিছিল এগোবে নবান্নের দিকে। মূলত নিয়োগ দুর্নীতি নিয়ে বারংবার কমিশনের সঙ্গে আলোচনা হলেও কোনও স্থায়ী সমাধান না হওয়াতেই তাঁরা এবার মুখোমুখি হতে চাইছেন রাজ্য প্রশাসনের (Teachers Protest)।

protest teachers
চাকরিহারা শিক্ষকদের আন্দোলন

এই কর্মসূচিকে কেন্দ্র করে গোটা হাওড়া ও নবান্ন চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। পথে পথে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী, বসানো হয়েছে ব্যারিকেড। প্রশাসন চাইছে পরিস্থিতি যেন কোনওভাবেই উত্তপ্ত না হয় (Teachers Protest)।

প্রসঙ্গত, গত মাসের শেষ দিকে প্রথমবারের জন্য এই নবান্ন অভিযানের ডাক দিয়েছিল আন্দোলনরত চাকরিপ্রার্থীরা। সেই সময় ৩ জুলাই কর্মসূচি স্থির করা হলেও, পুলিশের অনুমতি না মেলায় তা স্থগিত করে নতুন করে ৮ জুলাই দিনটি চূড়ান্ত হয়।

এই আন্দোলন শুধু কয়েকটি চাকরির দাবিতে সীমাবদ্ধ নয়, বরং এটা এক প্রতীক—বঞ্চনার বিরুদ্ধে লড়াইয়ের, ন্যায্যতার প্রত্যাশায় বুক বেঁধে থাকা হাজার হাজার পরিবারের আর্তনাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts