যোগ্য ও অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ না হওয়ায় রাতভর অবস্থান বিক্ষোভে উত্তাল সল্টলেকের SSC ভবন চত্বর (Teachers Protest)। সোমবার সকাল থেকে শুরু হওয়া এই আন্দোলন সাড়ে আট ঘণ্টা পেরিয়ে গেলেও, কোনও আশ্বস্তকারী ঘোষণা না আসায় ক্ষোভে ফেটে পড়েন চাকরি হারানো শিক্ষক-শিক্ষিকারা (Teachers Protest)। বিক্ষোভকারীরা অনলাইনে অর্ডার করা কোনও খবর আচার্য সদনের প্রবেশ করতে দিচ্ছেন না।
আন্দোলনকারীরা SSC ভবনের দুইটি প্রধান গেট বন্ধ করে দেন। ফলে ভিতরে আটকে পড়েন কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সহ অন্যান্য কর্মীরা। প্রতিবাদকারীদের সাফ বক্তব্য, যতক্ষণ না সমস্ত যোগ্য-অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হচ্ছে, ততক্ষণ তাঁদের অবস্থান চলবে।
এর মধ্যে রাতে SSC ভবনের জন্য খাবার পৌঁছাতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারীরা সেই খাবার, যার মধ্যে ছিল পিৎজা ও অন্যান্য খাবারের প্যাকেট, ভবনের বাইরে আটকে দেন। কিছু খাবার ছুঁড়ে ফেলে দেন, মাটিতে ফেলে পা দিয়ে মাড়িয়ে দেন। আন্দোলনকারীদের বক্তব্য— “আমরা সারাদিন কিছু খাইনি, আমাদের জলও ফুরিয়ে গেছে। অথচ SSC-র ভিতরে খাবার যাবে? এটা আমরা হতে দেব না।”
এক আন্দোলনকারী শিক্ষক বলেন, “সকাল থেকে না খেয়ে অবস্থানে রয়েছি। অথচ ভবনের ভিতরে উৎসবের মতো খাবার ঢুকবে, তা হতে পারে না।” আরও একজনের বক্তব্য, “যারা অন্যায়ের বিরুদ্ধে লড়ছে, তাদের পাশে সরকার নেই। আর SSC কর্মীরা নিশ্চিন্তে খাবার খাবে?”
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হওয়া ২০১৬ সালের এসএসসি প্যানেল ঘিরেই এই উত্তেজনা। তালিকা প্রকাশের দাবিতে চাকরি হারানো প্রার্থীরা সোমবার সকাল থেকে SSC ভবনের বাইরে জড়ো হন। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।