Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • Teachers Protest: চাকরিহারাদের ওপর পুলিশি নির্যাতন! বিরোধী দলনেতাকে পাশে দাঁড়ানোর আর্জি আন্দোলনকারীদের
রাজ্য

Teachers Protest: চাকরিহারাদের ওপর পুলিশি নির্যাতন! বিরোধী দলনেতাকে পাশে দাঁড়ানোর আর্জি আন্দোলনকারীদের

Email :1

বৃহস্পতিবার রাতে উত্তপ্ত হয়ে উঠল বিকাশ ভবন চত্বর (Teachers Protest)। চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীদের উপর পুলিশের লাঠিচার্জের অভিযোগে ফের চড়ছে রাজ্যের রাজনৈতিক পারদ (Teachers Protest)। সংঘর্ষে আহত হয়েছেন একাধিক আন্দোলনকারী(Teachers Protest) —কেউ পা ভেঙেছেন, তো কারও মাথায় চোট লেগেছে। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার সকালেও উত্তাল ছিল আন্দোলনস্থল (Teachers Protest)। ব্যারিকেড ভেঙে ফের অবস্থানে বসেন চাকরিহারারা (Teachers Protest)।

শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। প্রচণ্ড গরমের মধ্যেও দমেননি বিক্ষোভকারীরা। আন্দোলনের মাঝে দাঁড়িয়েই রাজনৈতিক দলগুলিকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন তাঁরা। তাঁদের বক্তব্য, যে “নির্মম অত্যাচার” চলছে, তার বিরুদ্ধে রাজ্যের সব রাজনৈতিক দলগুলিকে নিরপেক্ষভাবে আন্দোলনের পাশে দাঁড়াতে হবে।

আন্দোলনকারী সুমন বিশ্বাস বলেন, “আমরা যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছি—সব স্তরের মানুষ ও সব রাজনৈতিক দলকে স্বাগত জানাচ্ছি। আমাদের একটাই অনুরোধ, আপনারা পাশে দাঁড়ান। আমাদের চাকরি ফেরানোর লড়াইয়ে আপনাদের সমর্থন চাই। কেউ যদি আমাদের সমর্থন করতে আসেন, তাঁকে আমরা ‘গো-ব্যাক’ বলব না। কিন্তু তারা যেন দলীয় পতাকা বা দলীয় আদর্শ নিয়ে না আসেন।”

তিনি আরও বলেন, “রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও আমরা আহ্বান জানাচ্ছি, এই পরিস্থিতিতে আমাদের পাশে এসে দাঁড়ান। যোগ্য-অযোগ্য বাছাই ও চাকরি ফেরানোর দাবিতে আমরা যে আন্দোলন করছি, তাতে আপনার সহানুভূতি ও সমর্থন চাই। এটি আমাদের সম্মিলিত সিদ্ধান্ত।”

এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য রাজনীতিতে যে নতুন করে বিতর্ক ও উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। আগামী দিনগুলিতে পরিস্থিতি কোন দিকে যায়, সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts