মহিলা সাংবাদিকের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে সাসপেন্ড হওয়া সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের (Tanmoy Bhattacharya) সাসপেনশন উঠে গেল। বরাহনগরের এই প্রাক্তন বিধায়কের (Tanmoy Bhattacharya) উপর থেকে সাসপেনশন প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিপিএমের দুই দিনের রাজ্য কমিটির বৈঠকে। সূত্র অনুযায়ী, আপাতত তাঁকে দলের রাজ্য দফতর আলিমুদ্দিন স্ট্রিটে, অর্থাৎ মুজফ্ফর আহমেদ ভবনে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
২০২৩ সালের ২৭ অক্টোবর এক মহিলা সাংবাদিক তন্ময়ের (Tanmoy Bhattacharya) বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। ওই সাংবাদিক তাঁর বাড়িতে সাক্ষাৎকার নিতে গেলে, অভিযোগ অনুযায়ী, তন্ময় (Tanmoy Bhattacharya) তাঁর কোলে বসে পড়েন। ঘটনাটি জানাজানি হতেই রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়। সেদিন সন্ধেয় সিপিএম প্রেস বিবৃতি দিয়ে তন্ময়কে সাসপেন্ড করে।
পরবর্তীতে, তদন্তের জন্য গঠিত দলের কমিটি তন্ময়ের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখে। প্রাথমিকভাবে তদন্তে সরাসরি ওই ঘটনার প্রমাণ না মেলায় তাঁর (Tanmoy Bhattacharya) উপর থেকে সাসপেনশন তুলে নেওয়া হয়। কিন্তু এরপরই ফের তাঁকে সাসপেন্ড করা হয়। দলের তরফে জানানো হয়, যদিও ওই নির্দিষ্ট ঘটনার পর্যাপ্ত প্রমাণ মেলেনি, তবে অতীতে তন্ময়ের বিরুদ্ধে এই ধরনের আচরণের অভিযোগ উঠে এসেছে, এবং তার প্রমাণ রয়েছে। সেই কারণেই সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলী সিদ্ধান্ত নেয়, তাঁকে ছয় মাসের জন্য পুনরায় সাসপেন্ড করা হবে। এই বিষয়ে সিপিএম নেত্রী বৃন্দা কারাটের পরামর্শও নেওয়া হয়েছিল।
এবার ছয় মাস পর সেই সাসপেনশন তুলে নেওয়া হল। মঙ্গলবার ও বুধবার আলিমুদ্দিনে আয়োজিত সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে তন্ময়ের সাসপেনশন প্রত্যাহারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আপাতত উত্তর ২৪ পরগনার এই নেতা দলের রাজ্য দফতরে থেকে সাংগঠনিক কাজ করবেন বলেই জানা গিয়েছে।