Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • “রাজনীতির রং ভুলে যোগ্যদের বাঁচাতে একজোট হোন”— শুভেন্দুর ঐতিহাসিক ডাক
রাজ্য

“রাজনীতির রং ভুলে যোগ্যদের বাঁচাতে একজোট হোন”— শুভেন্দুর ঐতিহাসিক ডাক

suvendu adhikari aa
Email :2

রাজনীতির ঝগড়া নয়, যোগ্য শিক্ষকদের চাকরি বাঁচাতে এবার ঐক্যের বার্তা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন— এবার নজির গড়ার সময় এসেছে।

সোমবার থেকে শুরু হচ্ছে বিধানসভার বিশেষ অধিবেশন, চলবে বৃহস্পতিবার পর্যন্ত। আর সেখানেই শিক্ষক নিয়োগ ইস্যুতে সর্বদলীয় প্রস্তাব আনার ডাক দিয়েছেন শুভেন্দু (Suvendu Adhikari)। তাঁর (Suvendu Adhikari) বক্তব্য— “গণতন্ত্রে নির্বাচিত প্রতিনিধিরাই চূড়ান্ত। রাজ্য যদি ১৮০৬ জনকে বাদ দিয়ে ‘যোগ্য’ তালিকা পেশ করে, আমরা সবাই মিলে তাতে সমর্থন করব। তারপর সেই সর্বদলীয় প্রস্তাব নিয়েই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাক। বলুক, বাংলায় এমন নজিরবিহীন ঘটনা ঘটেছে যেখানে শাসক-বিরোধী ভেদাভেদ ভুলে যোগ্য শিক্ষকদের চাকরি বহাল রাখার জন্য সর্বসম্মত প্রস্তাব পাস হয়েছে।”

শুভেন্দু জানান, তিনি ইতিমধ্যেই মুখ্যসচিবকে একটি চিঠি লিখছেন এবং বিধানসভার স্পিকার শঙ্কর ঘোষকেও লিখছেন। তাঁর দাবি— ৪ সেপ্টেম্বর এই প্রস্তাব আনা হোক। অন্তত ৩০ মিনিটের জন্য আলোচনা হোক।

তিনি স্পষ্ট বলেন— “সুপ্রিম কোর্টের নির্দেশে ১৮০৬ জন বাতিল হয়ে গিয়েছে। কিন্তু এখনো প্রায় ১৫ হাজার শিক্ষক আছেন যারা যোগ্য। তাঁদের চাকরি বাঁচাতেই হবে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আজ সন্ধের মধ্যেই মুখ্যসচিবকে চিঠি পাঠাব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts