মানহানির মামলায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট। রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায়ের দায়ের করা মানহানির মামলায় বুধবার বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ জারি করেন।
ঘটনার সূত্রপাত উলুবেড়িয়ায় এক জনসভা থেকে। কেন্দ্রীয় ‘জল জীবন মিশন’ প্রকল্পে দুর্নীতির অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । তিনি দাবি করেন, ফেরুল কেনা-সহ একাধিক বিষয়ে আর্থিক অনিয়ম হয়েছে, যার সঙ্গে রাজ্যের মন্ত্রী পুলক রায়ের সরাসরি যোগ রয়েছে। শুভেন্দুর (Suvendu Adhikari) অভিযোগের পরিপ্রেক্ষিতে, পুলক রায় উলুবেড়িয়া মহকুমা আদালতে একটি মানহানির মামলা দায়ের করেন।

পুলক রায়ের অভিযোগ, বিরোধী দলনেতা প্রমাণ ছাড়া কেবল মৌখিক তথ্যের উপর ভিত্তি করে তাঁর এবং তাঁর দফতরের কর্মীদের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করেছেন। যা সম্পূর্ণ ভিত্তিহীন ও সম্মানহানিকর বলে দাবি মন্ত্রীর।
এই মামলাকে চ্যালেঞ্জ জানিয়ে শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে আবেদন করেন। শুভেন্দুর আবেদনের ভিত্তিতে বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য নির্দেশ দেন যে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত নিম্ন আদালতে মানহানি মামলার বিচার প্রক্রিয়া স্থগিত থাকবে।
এই রায়ের ফলে স্বস্তিতে শুভেন্দু, যদিও মামলার চূড়ান্ত নিষ্পত্তি এখনও হয়নি।