মঙ্গলবার বিধানসভায় এক চমকপ্রদ ঘটনা ঘটে গেল। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) যখন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখছিলেন, তখন হঠাৎ অধিবেশন কক্ষের সব দরজা একে একে খুলে যেতে থাকে। মোট ১৫টি দরজা একে একে খুলে দেওয়া হয়। আচমকা এই ঘটনায় হতবাক হয়ে যান সমস্ত বিধায়করা। চলছিল ‘ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট অ্যাক্ট’ নিয়ে আলোচনা।
শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বক্তৃতার মাঝপথেই শুরু হয় এই ঘটনা। তিনি বিরত না হয়ে বক্তৃতা শেষ করেন, এরপর স্পিকারের দিকে ঘুরে সরাসরি (Suvendu Adhikari) জিজ্ঞাসা করেন – “সব দরজা খোলা কেন?” স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, “এসিতে ইলেকট্রিক্যাল কিছু সমস্যা হয়েছে, তাই দরজা খোলা হচ্ছে যাতে ভেন্টিলেশন থাকে।”
এই সমস্যা প্রায় ২৫ মিনিট ধরে চলতে থাকে। এরপর এসি সাময়িকভাবে কাজ করতে শুরু করলে দরজা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু কিছুক্ষণ পর আবারও সেই একই সমস্যা শুরু হয়, এবং ফের দরজা খুলে দিতে বাধ্য হন কর্মীরা।
এই অদ্ভুত পরিস্থিতি অধিবেশন কক্ষে বিভ্রান্তি তৈরি করে, কারণ এমন ঘটনা সাধারণত ঘটে না। বিরোধী দলনেতা সহ অন্য অনেক বিধায়ক বিষয়টি নিয়ে স্পষ্ট ব্যাখ্যা চান, যাতে ভবিষ্যতে এমন কোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পুনরাবৃত্তি না হয়।