রাজ্যে চলতে থাকা BLOদের বিক্ষোভে ক্রমেই উত্তপ্ত হচ্ছে রাজনীতি (Suvendu Adhikari)। বেশ কয়েকদিন ধরে কমিশনের সামনে বসে রয়েছেন বিক্ষুব্ধ BLO-রা। অভিযোগের ঝড় তুলে ধরনা চলছে টানা ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে। এই অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই এবার সরাসরি মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবি, এই বিক্ষোভের আড়ালে রয়েছে তৃণমূল কংগ্রেসের সুপরিকল্পিত রাজনৈতিক “protest” নাটক।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে শুভেন্দু (Suvendu Adhikari) অভিযোগ করেন, এই সমগ্র ধরনাই নাকি “একটি সাংবিধানিক সংস্থাকে ভয় দেখানোর জন্য তৃণমূল কংগ্রেসের পরিকল্পিত সার্কাস।” ভিডিয়োর সঙ্গে তিনি দাবি করেন, বিক্ষোভস্থল থেকে মুখ্য নির্বাচনী আধিকারিককে উদ্দেশ করে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হচ্ছে। তাঁর প্রশ্ন, প্রকৃতই কতজন BLO উপস্থিত রয়েছেন এই ধরনায়? বিরোধী দলের মতে, তৃণমূল নিজেদের স্বার্থে BLOদের নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে। শুভেন্দু সাফ বলেছেন, “এই পাপ বাংলার মানুষ ভুলবে না (Suvendu Adhikari)।”
অন্যদিকে, এই ইস্যুর মাঝেই ফের চার পুলিশ কর্তার বিরুদ্ধে সিইসি-কে চিঠি দিয়েছেন শুভেন্দু (Suvendu Adhikari)। তাঁর অভিযোগ, পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠান মঞ্চ থেকে চার আধিকারিক নাকি প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের মুখ্যমন্ত্রী করার পক্ষে সওয়াল করেছেন। এটি কীভাবে সম্ভব—সেই প্রশ্নই তুলেছেন তিনি।
এদিকে, আন্দোলন থামার লক্ষণ নেই। সকাল থেকেই কমিশন দফতরের বাইরে জড়ো হচ্ছেন BLO ও শিক্ষকরা। কখনও স্লোগান, কখনও অবস্থান—প্রতিবাদ চলছে অবিরত। মধ্যরাত পর্যন্ত বজায় থাকে উত্তেজনা। সিইও অবশেষে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার উদ্যোগ নিলেও পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার।











