Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • লাড্ডু, আবির, উচ্ছ্বাস—বিহারের জয়কে ঘিরে উৎসবে বিজেপি, কেন এত আত্মবিশ্বাস?
রাজ্য

লাড্ডু, আবির, উচ্ছ্বাস—বিহারের জয়কে ঘিরে উৎসবে বিজেপি, কেন এত আত্মবিশ্বাস?

suvendu adhikaris
Email :19

বিহারে এনডিএ-র ঝড়ো জয়ের পর উচ্ছ্বাসে টগবগ করছে বঙ্গ বিজেপি। রাজ্যে এখনও ভোটের ঢোলে ঢাক বাজেনি, কিন্তু বিজেপি শিবিরে যেন আগাম উৎসবের আমেজ। রাজ্য বিধানসভা প্রাঙ্গণে বুধবার লাড্ডু বিলি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুধু লাড্ডু নয়, আবির উড়িয়েও উদযাপন করলেন তাঁরা। শুভেন্দুর (Suvendu Adhikari) কথায়, “বিহারের জয়ের পর এখন আমাদের টার্গেট বাংলা। অঙ্গ হয়েছে, কলিঙ্গ হয়েছে, এবার বঙ্গ।”

তিনি (Suvendu Adhikari) বলেন, “১৯০৫-এর আগে আমরা সবাই এক ছিলাম—অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ। বিহার দেখিয়ে দিয়েছে, ওড়িশাও দেখিয়েছে। এখন বাংলার পালা। মানুষ আবারও মোদীর ওপর আস্থা রাখছেন, নীতীশ কুমারের ওপর আস্থা রাখছেন। সারা দেশ শক্তিশালী নেতৃত্ব চায়।”

বিধানসভার বাইরেও বিজেপি কর্মীদের উচ্ছ্বাস চোখে পড়ে। শুভেন্দু (Suvendu Adhikari) নির্দেশ দিয়েছেন, সমস্ত মণ্ডলে যেন বিহারের এই জয়কে উৎসবের মতো করে পালন করা হয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিহারের বিশাল জয় বিজেপির পশ্চিমবঙ্গ ইউনিটকে শুধু উজ্জীবিতই করেনি, মনোজগতেও তৈরি করেছে নতুন প্রত্যাশা—‘পরের লক্ষ্য বাংলা’।

এই আবহেই তৃণমূল কংগ্রেস শিবির পাল্টা বার্তা দিল একটি অ্যানিমেশন ভিডিও দিয়ে। সেখানে দেখানো হয়েছে, বিজেপি ক্ষমতায় এলে বাংলা কেমন হয়ে উঠতে পারে। তৃণমূলের দাবি, বিজেপি রাজ্যে এলে দুর্গাপুজোতেও নজরদারি চলবে, রাস্তায় বোনকে সঙ্গে নিয়ে বেরোলেও প্রশ্নের মুখে পড়তে হবে। প্রেম-ভালবাসাকেও ‘অপরাধ’ বানিয়ে দেবে বিজেপি।

বিজেপির লাড্ডু উদযাপনকে কটাক্ষ করেন তৃণমূলের রাজ্যসাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর মন্তব্য, “বিহারের ফলের সঙ্গে বাংলার কোনও সম্পর্ক নেই। এখানে লাড্ডু বিলানো হচ্ছে কেন? বাংলা তৃণমূল আড়াইশোর বেশি আসনে জিতবে। বিহার দেখিয়ে যারা বাংলা দখলের স্বপ্ন দেখছেন, তাঁদের বলি—বেল পাকলে কাকের কী?”

তৃণমূলের এমন তির্যক মন্তব্যের মধ্যেই বিজেপি শিবিরে বাড়ছে উৎসাহ, আর রাজ্যের রাজনীতিতে গরম হাওয়া। বিহারের জয় কি সত্যিই বাংলায় ফেলে দেবে মনস্তাত্ত্বিক প্রভাব? তা নিয়েই এখন রাজনৈতিক মহলে তীব্র কৌতূহল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts