Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • খুনের চেষ্টায় অভিযুক্ত, সিসিটিভিতে মেলে প্রমাণ তবু ছাড় আদালতে—জামিনে মুক্ত আদিল হোসেন
রাজ্য

খুনের চেষ্টায় অভিযুক্ত, সিসিটিভিতে মেলে প্রমাণ তবু ছাড় আদালতে—জামিনে মুক্ত আদিল হোসেন

sushanta ghosh qq
Email :6

কলকাতা হাইকোর্টে বড় মোড়। তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে (Sushanta Ghosh) খুনের চেষ্টার মামলায় প্রধান অভিযুক্ত আদিল হোসেন পেলেন জামিন। বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ থেকে শুক্রবার তাঁর জামিন মঞ্জুর হয়েছে ১০ হাজার টাকার বন্ডে। কিন্তু বড় প্রশ্ন, কেন প্রমাণের অভাবে ছাড় পেয়ে গেলেন আদিল (Sushanta Ghosh) ?

আদালত সূত্রে খবর, পুলিশ দাবি করেছিল যে আদিলই খুনের চেষ্টার মূল যোগসূত্র। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি বন্দুক সরবরাহ করেছিলেন এবং হামলার দিন স্কুটারও তিনিই চালাচ্ছিলেন (Sushanta Ghosh)। এই দাবি সমর্থন করার মতো কিছু তথ্য আদালতে পেশও করেছিল পুলিশ। তবুও বিচারক মনে করেছেন, প্রমাণ যথেষ্ট শক্ত নয়। ফলে আইনের চোখে রেহাই মিলেছে আদিলের।

ঘটনাটি প্রায় এক বছর আগের। নভেম্বরের এক শীতের সন্ধ্যায় নিজের বাড়ির সামনেই আততায়ীর মুখোমুখি হন কাউন্সিলর সুশান্ত ঘোষ (Sushanta Ghosh)। আততায়ী স্কুটারে এসে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে। তবে গুলি না চলায় অল্পের জন্য প্রাণে বাঁচেন ১০৮ নম্বর ওয়ার্ডের এই কাউন্সিলর। ঘটনার পরপরই কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। তারপর লুকআউট নোটিস জারি করে আবু ধাবি থেকে দেশে ফেরার সময় কলকাতা বিমানবন্দরেই ধরা পড়ে আদিল।

আদিলকে জামিন দেওয়ার পর ক্ষোভ প্রকাশ করেছেন কাউন্সিলর সুশান্ত ঘোষ। তবে তাঁর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। এদিকে, শুক্রবার সন্ধ্যায়ই গুলশন কলোনিতে তুমুল অশান্তি ছড়িয়েছে। মাঝরাত পর্যন্ত চলেছে গুলি আর বোমার লড়াই—লক্ষ্য ছিলেন সুশান্তের অনুগামীরা। ফলে মামলার বিচার নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts