Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ওবিসি নিয়ে ঝড়ে রাজ্য পেল জোরালো ঢাল! হাইকোর্টের রায়ে ‘ব্রেক’ সুপ্রিম কোর্টের, স্বস্তিতে শাসক শিবির!
রাজ্য

ওবিসি নিয়ে ঝড়ে রাজ্য পেল জোরালো ঢাল! হাইকোর্টের রায়ে ‘ব্রেক’ সুপ্রিম কোর্টের, স্বস্তিতে শাসক শিবির!

supreme court
Email :2

ওবিসি তালিকা সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের রায়ের উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল দেশের শীর্ষ আদালত (Supreme Court)। সোমবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ নয়, এই মামলার শুনানি হয় প্রধান বিচারপতি বিআর গভাই, বিচারপতি কে বিনোদ চন্দ্রন এবং বিচারপতি এনভি অঞ্জারিয়ার নেতৃত্বাধীন বেঞ্চে। শুরুর দিকেই একরাশ বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি। তাঁর প্রশ্ন, “কীভাবে হাইকোর্ট একটি এক্সিকিউটিভ ফাংশনে স্থগিতাদেশ দিতে পারে? এটা সত্যিই খুব অদ্ভুত।”

রাজ্যের পক্ষে শীর্ষ আদালতে সওয়াল করেন বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল। তিনি (Supreme Court) আদালতের কাছে বলেন, কলকাতা হাইকোর্ট একদিকে অবমাননার মামলা গ্রহণ করেছে, আবার একইসঙ্গে রাজ্যের ওবিসি তালিকাকে পুরোপুরি স্থগিত করে দিয়েছে, যার ফলে রাজ্যে একাধিক নিয়োগ ও পদোন্নতির প্রক্রিয়া পুরোপুরি থমকে গিয়েছে। ফলে অবিলম্বে ওই নির্দেশের উপর স্থগিতাদেশ প্রয়োজন (Supreme Court)।

উল্লেখ্য, চলতি বছরের মে মাসে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের ২০১০ সালের পর থেকে জারি করা সমস্ত ওবিসি শংসাপত্রকে অবৈধ ঘোষণা করে। ৭৭টি সম্প্রদায়ের ওবিসি স্বীকৃতি খারিজ করে দেওয়া হয়। সেই নির্দেশের ফলে প্রায় ১২ লক্ষ মানুষ রাতারাতি ওবিসি তকমা হারান। আদালতের এই রায় রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন তোলে। নির্বাচনের মুখে শাসক দল তৃণমূল কংগ্রেসের উপর চাপ বাড়তে থাকে। সেই রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার।

শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, সংরক্ষণের ক্ষেত্রে এক্সিকিউটিভ ইনস্ট্রাকশন বা সরকারি নির্দেশনাই যথেষ্ট, এর জন্য আলাদা কোনও আইন প্রণয়ন সবসময় আবশ্যক নয়। প্রধান বিচারপতি পর্যবেক্ষণে বলেন, হাইকোর্ট কি সংবিধান ও প্রশাসনিক প্রক্রিয়ার সীমা অতিক্রম করছে না, সেটাও দেখা দরকার।

প্রাথমিকভাবে সুপ্রিম কোর্ট এই মামলা ফের কলকাতা হাইকোর্টে পাঠাতে চেয়েছিল এবং বিশেষ বেঞ্চ গঠনের নির্দেশ দেওয়ার প্রস্তাবও দিয়েছিল, যাতে ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে শুনানি শেষ করা যায়। তবে মামলাকারীদের পক্ষের আইনজীবীরা তাতে আপত্তি জানান। তাঁরা সুপ্রিম কোর্টে শুনানি চালিয়ে যাওয়ার আবেদন করেন। সবদিক বিচার করে প্রধান বিচারপতি জানান, মামলার শুনানি এখন শীর্ষ আদালতেই হবে। পরবর্তী শুনানির দিন নির্ধারিত হয়েছে আগামী সোমবার।

ওবিসি নিয়ে এই দীর্ঘ টানাপোড়েনে অবশেষে রাজ্যের জন্য খানিকটা স্বস্তির বাতাস এল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সুপ্রিম কোর্টের এই অন্তর্বর্তী নির্দেশ অন্তত কিছুটা সময়ের জন্য শাসক দলের উপর থেকে রাজনৈতিক চাপ কমাতে পারে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts