দুর্নীতির বিরুদ্ধে তাঁর লড়াই যে কোনও পরিস্থিতিতেই চলবে— এমনকি যদি এই লড়াই তাঁকে মৃত্যুর মুখে ঠেলে দেয়, তাতেও তিনি পিছপা হবেন না (Suman Biswas)। সোমবার একদিকে যখন চাকরি হারানো আন্দোলনকারী সুমন বিশ্বাসকে (Suman Biswas) আটক করার জন্য মরিয়া হয়ে ওঠে পুলিশ, ঠিক তখনই সাংবাদিকদের সামনে তিনি এই স্পষ্ট বার্তা দেন।
এদিন সকালে সুমন (Suman Biswas) করুণাময়ী মেট্রো স্টেশনে নামতেই হঠাৎই এক ব্যক্তি তাঁকে জাপটে ধরে টানতে থাকে। মুহূর্তেই ধস্তাধস্তি শুরু হয়। সুমনের অভিযোগ, তিনি কোনওভাবে সেই ঘেরাটোপ ভেঙে পালিয়ে আসেন। শুরু হয় যেন এক রকম ‘লুকোচুরি খেলা’। তাঁর দাবি— কোনও এফআইআর বা ওয়ারেন্ট ছাড়াই পুলিশ তাঁকে জোর করে গ্রেফতার করতে চাইছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাকে ঘুঁষি মারা হচ্ছে, কলার ধরা হচ্ছে, মোবাইল ফোন ভেঙে দেওয়া হয়েছে। এখন এ সি পি স্যর আমাকে ডাকছেন, আমি যাচ্ছি। হাইকোর্টের স্পষ্ট নির্দেশ রয়েছে— আমাকে গ্রেফতার করা যাবে না।”
কথা বলতে বলতে আবেগে ভেঙে পড়েন সুমন (Suman Biswas)। তাঁর অভিযোগ, দিনরাত পুলিশি নজরদারিতে তাঁকে আটকে রাখা হচ্ছে। চোখে জল নিয়ে তিনি বলেন, “আমার বাড়ির চারপাশে শয়ে শয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। আমার পরিবার বাইরে বেরোতেই পারছে না। আমি গতকাল দুপুরে সবার অগোচরে পালিয়ে বেরোই। প্রথমে টানা দশ কিলোমিটার হেঁটে এসেছি, তারপর সাইকেল চালিয়েছি। রাতভর কলকাতার অলিগলিতে ঘুরেছি। কিছু খাইনি, শুধু লুকিয়ে থেকেছি। কারণ আমি বের হলেই পুলিশ আমাকে ধরে ফেলবে।”
তবুও প্রতিকূলতাকে পাত্তা না দিয়ে সুমন লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। তাঁর দৃঢ় কণ্ঠে শোনা যায়, “আমার কষ্টের চাকরি চলে গেছে। কিন্তু আমি দুর্নীতির বিরুদ্ধে এই লড়াই ছেড়ে দেব না। এসএসসি ভবনের অভিযানে আমি যোগ দেবই। যদি এই লড়াইতেই আমার মৃত্যু হয়, তবে আজকেই হোক আমার জীবনের শেষদিন।”